স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সিগারেট’

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২০, ১৬:৪৩
অ- অ+

স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, ঠিক তেমনি পরোক্ষভাবে ক্ষতি হয় আশেপাশের লোকজনের। বলা বাহুল্য, প্রতিটি নেশার সূত্রপাত হয় সিগারেটকে কেন্দ্র করেই।

এই ভাবনা থেকেই একটি সচেতনতামূলক ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আরমান পাশা। অনেকটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন তিনি।এর প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সোহাগ হোসেন শাহীন। চিত্রগ্রহণে ছিলেন কাওসার রাজীব।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফখরুল বাশার মাসুম, সাবেরী আলম, মোতাহের, জান্নাতুল সুমাইয়া হিমি, সাজ্জাদ সাজু, মাহফুজ মুন্না, সঞ্জীব আহামদ, নাসিফ শুভ এবং প্রধান সহকারী পরিচালক সোহাগ হোসেন শাহীন।

পরিচালক ও চিত্রনাট্যকার আরমান পাশা বলেন, ‘ধূমপানের বিরুদ্ধে আমাদের দেশে আইন থাকলেও কার্যত তা প্রয়োগ করা হয় না। বরং প্রকাশ্যেই সিগারেট কেনা-বেচা এখন মর্ডানিজম হয়ে দাঁড়িয়েছে। একদিকে যেমন অর্থের অপচয়, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে এই ধূমপান।’

তিনি আরও জানান, একটি মধ্যবিত্ত পরিবারে ধূমপানকে কেন্দ্র করে এগুতে থাকবে ‘সিগারেট’র গল্প। এই গল্পে আমাদের চরিত্রের দৈন্যতা তীব্রভাবে প্রকাশ পায়। যেখানে দ্বৈতনীতি নগ্নভাবে ফুটে উঠেছে।’

‘একদিন বাবার সামনে ধূমপানরত অবস্থায় ধরা পড়ে বাড়ির ছোট ছেলে নাবিল। তারপর নাবিলের বাবা বাসায় ফিরে নিজের স্ত্রীর সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এভাবেই চলতে থাকে ‘সিগারেট’র গল্প।’

ঢাকাটাইমস/৮আগস্ট/এসকেএস/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা