রূপগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২০, ০০:২০| আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০০:২৮
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ড্রাম ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার রূপগঞ্জ-আড়াইহাজার সড়কের গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন আড়াইহাজার উপজেলার পাঁচগাঁও চরপাড়া এলাকার সাহিদ মিয়ার ছেলে ওয়াজিব (১৪)। অন্যজন শরিয়তপুর জেলার ডামুরডা থানার চরশিথলপুর এলাকার সেলিম মাতবরের ছেলে নাসির মাতবর (২৮) ।

ভুলতা ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) পরিমল সূত্রধর জানান, উপজেলার সাওঘাট সিএনজি স্টেশন থেকে যাত্রী নিয়ে রূপগঞ্জ-আড়াইহাজার সড়ক দিয়ে একটি সিএনজি আড়াইহাজারের দিকে যাচ্ছিল। এসময় সিএনজিটি কিছুদূর যেতে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি চালক নাসির মাতবর ও ওয়াজিব নামে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় নুরুন্নবী ও নাসির উদ্দিন নামে আরো দুই যাত্রী গুরুতর আহত হন।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

ঢাকাটাইমস/৮ আগস্ট/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্র সংঘর্ষ, নিহত ৩
বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্দশার হালচাল
বিয়ের ৮ দিনের মাথায় স্ত্রীর হাতে স্বামী খুন
গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন: মঈন খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা