স্বাস্থ্যবিধি ভেঙে পুলিশের সঙ্গে জাদেজাপত্মীর তর্ক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২০, ০৮:৩১
অ- অ+

করোনা সংক্রমণ রুখতে সারা দেশে বিক্ষিপ্তভাবে চলছে লকডাউন৷ তবুও মারণ এই ভাইরাসের সংক্রমণ ঠেকানো সম্ভব হচ্ছে না৷ সারা দেশে প্রতিদিন ৫০ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছেন৷ এ অবস্থায় ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে প্রশাসন৷ কিন্তু ফেস মাস্ক না-পরায় পুলিশ আটকালে তাদের সঙ্গে তর্ক জুড়ে দিলেন ভারতীয় দলের ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা৷

মঙ্গলবার পুলিশ জানিয়েছে, টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী রাজকোটে একজন পুলিশ কনস্টেবলের সঙ্গে তর্ক জুড়ে দেন৷ ফেস মাস্ক না-পরায় ক্রিকেটার পত্নীর গাড়ি আটকে ছিলেন কর্তব্যরত কনস্টেবল৷ ফেস মাস্ক না-পরার কারণ জিজ্ঞাসা করলে পুলিশের সঙ্গে তর্ক জুড়ে দেন জাদেজাপত্নী৷

ঘটনাটি ঘটে সোমবার রাতে৷ ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন ভারতীয় দলের অল-রাউন্ডার জাদেজা। তিনি মাস্ক পরে থাকলেও তার স্ত্রী রিভাবা মাস্ক পরে ছিলেন না৷ পুলিশ উপ-কমিশনার (ডিসিপি) মনোহরসিংহ জাদেজা সংবাদমাধ্যমকে বলেন, রাজকোটের কাসনপাড়া চৌকে এই ক্রিকেটারের স্ত্রী’র গাড়ি থামানো হলে হেড কনস্টেবল সোনাল গোসাইয়ের সঙ্গে তিনি তীব্র তর্ক জুড়ে দেন৷

ডিসিপি বলেন, ‘আমাদের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে রিভাবা জাদেজা মাস্ক পরেনি। তবে তদন্তের পরে বিষয়টি আমরা জানতে পেরেছি যে, উভয়ের মধ্যেই বেশ কিছুক্ষণ তর্কাতর্কি হয়৷’

(ঢাকাটাইমস/১২ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সং‌র‌ক্ষিত নারী আসনের সাবেক এম‌পি লায়লা পারভীন‌ গ্রেপ্তার 
সৌদি আরবে আরও এক হজযাত্রীর মৃত্যু
বেনাপোল সীমান্ত থেকে ২ কোটি  টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নারী নির্যাতনের মামলায় কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা