সুশান্তকে শ্বাসরোধে খুন করা হয়েছে: আইনজীবী

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২০, ১১:১৪
অ- অ+

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেননি বরং তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং সেটা করেছে সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি। বুধবার এমন দাবিই করেছেন প্রয়াত অভিনেতার বাবা কেকে সিংয়ের আইনজীবী বিকাশ সিং। একটি সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে বিকাশ বলেন, ‘সিদ্ধার্থ খুবই ধূর্ত এবং বুদ্ধিমান এক অপরাধী।’

নিজের এই দাবির পক্ষে একাধিক যুক্তিও দিয়েছেন বিকাশ। তিনি বলেন, ‘সুশান্তের মৃতদেহের ছবি আমি দেখেছি। তাকে যে গলায় বেল্টের ফাঁস দিয়ে খুন করা হয়েছিল, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কারণ যে কাপড় সুশান্তের গলায় জড়ানো ছিল, তার থেকে গলায় ওই রকম গভীর ক্ষতচিহ্ন হতে পারে না।’

বিকাশের দাবি, ‘এই কাজ সিদ্ধার্থই করেছে। কারণ একমাত্র সে-ই ঘটনার সময়ে সুশান্তের ফ্ল্যাটে ছিল।’অভিনেতার মৃত্যুর সময়ে তিনি যে ফ্ল্যাটের অন্য ঘরে ছিলেন, তা পুলিশের কাছে দেয়া বয়ানে জানিয়েছিলেন সিদ্ধার্থও।

আইনজীবী বিকাশের আরও দাবি, ‘সুশান্তের মৃত্যুর পরে তার পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করছিলেন সিদ্ধার্থ। নিয়মিত তাদের খোঁজ-খবরও নিচ্ছিলেন। কিন্তু সুশান্তের বাবা পাটনায় এফআইআর দায়ের করার পরই সিদ্ধার্থের হাবভাব পাল্টে যায়। তখন থেকেই সে রিয়াকে সাহায্য করা শুরু করে।’

ঢাকাটাইমস/১৩আগস্ট/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ একজন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা