দৌলতপুরে সরকারি গাছ কাটার মহোৎসব!

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন সড়ক ও ইউপি কার্যালয়ের সরকারি গাছ কেটে নিয়েছে জনপ্রতিনিধি ও প্রভাবশালীরা। কোনো অনুমতি বা ছাড়পত্র ছাড়াই স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রভাবশালী ব্যক্তিরা এসব গাছ কেটে নিচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর-পিয়ারপুর সড়কের ৪০টি মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিজের বাড়ির আঙিনায় নিয়ে গেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান।
এলাকাবাসী জানায়, ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় কয়েক দফায় ইউপি সদস্য আব্দুল হান্নান ওই সড়কের ৪০টি গাছ কেটে নিয়েছে। এগুলোর দাম প্রায় পাঁচ লাখ টাকা।
ইউপি সদস্য আব্দুল হান্নানের নিকট জানতে চাইলে তিনি বলেন, গাছগুলো রাস্তার মধ্যে ঝুলে পড়েছিল বলে তিনি গাছগুলো কেটেছেন।
এ ব্যাপারে চেয়ারম্যান আবু ইউসুফ লালুর কাছে জানতে চাইলে তিনি গাছ কাটর সঙ্গে যুক্ত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
অন্যদিকে উপজেলার আড়িয়া ইউপির আড়িয়া-ওমরপুর সড়কের পাশে প্রায় ৫০টি বিভিন্ন প্রজাতির গাছ বন বিভাগের কিছু কর্মচারির সহায়তায় কাবেজ উদ্দিন, আলেক উদ্দিনসহ এলাকার প্রভাবশালীরা কেটে নিয়েছে।
এছাড়া উপজেলার দৌলতপুর দৌলতপুর ইউনিয়নের পরিষদের ভিতরের ছয়টি মূল্যবান গাছ কেটে নিয়েছেন দৌলতপুর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম ও তার লোকজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, গাছ কাটার ব্যাপারে তার কাছে কেউ আবেদন করেননি। এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগ কুষ্টিয়ার উপ-পরিচালকের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।
(ঢাকাটাইমস/১৮আগস্ট/কেএম)

মন্তব্য করুন