নতুন তিন গেমিং ল্যাপটপ আনল লেনোভো

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২০, ০৮:২৬
অ- অ+

গেমারদের জন্য নতুন তিন গেমিং ল্যাপটপ আনল আসুস। এগুলো হলো লেনেভো লিজন সেভেন আই, লিজন ৫ পিআই এবং লিজন ৫ আই। নতুন ল্যাপটপ তিনটি তিনটি কালার অপশনে কেনা যাবে। স্লেট গ্রে, আইরন গ্রে এবং ফ্যান্টম ব্ল্যাকের রঙের ল্যাপটপগুলোর দাম ৯০ হাজার টাকা থেকে শুরু।

লেনোভো সেভেন আই ল্যাপটপে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। এর রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেল এবং স্ক্রিন টু বডি রেশিও ৮৫ শতাংশ। এর ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। এছাড়া ডিসপ্লের অন্যান্য ফিচারের মধ্যে থাকছে এনভিডিয়া জি-সিঙ্ক টেকনোলজি, ডলবি ভিশান, ৫০০ গ্যামাটের সর্বোচ্চ ব্রাইটনেস। নতুন ল্যাপটপের ট্রুস্ট্রাইক কি বোর্ডটি সুপাররিউর লেআউটের সাথে ট্র্যাডিশানাল কিবোর্ডের থেকে দ্বিগুন গতিতে ইনপুট দিতে পারবে।

পারফরম্যান্সের কথায় আসলে এই ল্যাপটপটিতে ইন্টেলের দশম জেনারেশনের আই৯ এইচ-সিরিজ প্রসেসর দেওয়া হয়েছে। ল্যাপটপে এনভিডিয়ার জিফোর্স আরটিএক্স ২৮০ সুপার ম্যাক্স কিউ গ্রাফিক্স কার্ড, ৩২ জিবির ডিডিআর৪ ২৯৩৩ মেগাহার্টজ র‌্যাম এবং ১ টেরাবাইট এসএসডি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ কনফিগার করা যাবে৷ লেনোভো জানিয়েছে এই মডেলটিতে লিজিয়ন কোল্ডফ্রন্ট ২.০ নামে থার্মাল ম্যানেজমেন্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে, ফলে হাই ইন্ড গেমগুলি খেলার সময় এটি এফিসিয়েন্ট এয়ার ফ্লো-এর মাধ্যমে সিস্টেমের তাপমাত্রা কম রাখতে পারবে।

মডেলটিতে ৮০ ওয়াট আওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। র‌্যাপিড প্রো টেকনোলজির মাধ্যমে এটি আধ ঘন্টাতেই ০-৫০ শতাংশ চার্জ হতে সক্ষম। এছাড়া ব্যাটারির লাইফ ইমপ্রুভের জন্য ল্যাপটপে হাইব্রীড মোড ও অ্যাডভ্যান্সড অপটিমাস টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

লিজন ৫ পিআই এবং লিজন ৫আই মডেলের ল্যাপটপে ইন্টেলের দশম জেনারেশনের আই সেভেন-১০৭৫০ এইচ প্রসেসর ব্যবহার করা হয়েছে। লেনোভো ৫ পিআই ল্যাপটপে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। এর রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। অন্যান্য ফিচারের মধ্যে আছে লেনোভোর ট্রুস্ট্রাইক কি বোর্ড এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ২০৬০ জিপিইউ এবং লিজিয়ন কোল্ডফ্রন্ট ২.০ টেকনোলজি।

লেনোভো ৫ আই ল্যাপটপেও একই ফিচার থাকলেও, এটিতে গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে এনভিডিয়ার জিফোর্স আরটিএক্স ১৬৫০টিআই গ্রাফিক্স কার্ড। সাউন্ডের জন্য দুটি ল্যাপটপেই ডলবি এটমসের সাথে হার্মান কার্ডন স্পিকার ব্যবহার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মাইলস্টোন কলেজে দেয়াল পত্রিকার প্রদর্শনী
আরও দুই লাখ ৩০ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ক্যালিফোর্নিয়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা