বড় ব্যাটারির ফোন নিয়ে ফিরছে জিওনি

স্মার্টফোনের বাজারে একসময়ে জনপ্রিয় নাম ছিল জিওনি। কিন্তু অজানা কারণে ব্যান্ডটি বাজার থেকে হারিয়ে যায়। সুখবর হচ্ছে ফের বাজারে ফোন নিয়ে ফিরছে। বড় ব্যাটারির ফোন জিওনি ম্যাক্স নিয়ে বাজারে আসছে প্রতিষ্ঠানটি।
ফোনটিতে দীর্ঘ ব্যাটারি লাইফ (৫০০০ এমএএইচ ব্যাটারি) পাওয়া যাবে। এছাড়া থাকবে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। ফোনটির দাম ১০ হাজার টাকার মধ্যে হবে।
জিওনি কোম্পানির শেষ ফোন ছিল জিওনি এফ২০৫ প্রো। যা গত বছরের ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছিল। এটিতে ২ জিবি র্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ছিল। এতে মিডিয়াটেকের প্রসেসর এবং ৩০০০ এমএএইচ ব্যাটারি দেয়া হয়েছিল। এছাড়া ফোনটিতে ৭২০×১৪৪০ পিক্সেল রেজুলেশন সহ ৫.৪৫-ইঞ্চি ডিসপ্লে ছিল।
(ঢাকাটাইমস/২০আগস্ট/এজেড)

মন্তব্য করুন