সাশ্রয়ী দামের ফোল্ডিং ফোন আনছে স্যামসাং

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২০, ১০:০৩| আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১০:৫৭
অ- অ+

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং নতুন ফোল্ডিং ফোন আনছে। এটি জেড সিরিজের ফোল্ডিং ফোন। এর আগে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড, ফোল্ড ৫জি, গ্যালাক্সি জেড ফ্লিপ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫জি বাজারে এনেছিল। এবার আসছে নতুন ফোল্ডিং ফোন। যার মডেল নম্বর SM- স্যাম মোবাইল এক প্রতিবেদনে জানিয়েছে, স্যামসাংয়ের নতুন ফোল্ডিং ফোন FXX মডেলে বাজারে আসার অপেক্ষায় থাকা নতুন ফোনে থাকছে ৬৪ ও ১২৮ জিবি স্টোরেজ।

এটি হবে প্রতিষ্ঠানটির বাজেট ফোল্ডিং ফোন। এর আগেও বহু রিপোর্টে দাবি করা হয়েছে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি বাজেট রেঞ্জে ফোল্ডিং ফোন আনছে। যদিও তখন ফোনের মডেল নম্বর বা অন্য কোনো তথ্য পাওয়া যায়নি। আশা করা যায় এই ফোনটি ২০২১ এ আসবে।

এদিকে আগামী ৯ সেপ্টেম্বর চীনে লঞ্চ হবে স্যামসাং জেড ফোল্ড টু কয়েকদিন আগেই এই ফোনকে চীনা সার্টিফিকেশন সাইট টিনাতেদেখা গেছে। এই ফোনের মডেল নম্বর SM-F9160। জানা গেছে ফোনটি ডুয়েল মোড ৫জি এর সাথে আসবে। ফোনটি তৈরি করা হয়েছে ভিয়েতনামে।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল মল্লিক
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সিএনজিচালক নিহত
আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
ভারতের রাফাল ধ্বংসকারী চীনা যুদ্ধবিমান জে-১০সি কিনতে যাচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা