দুদকের জিজ্ঞাসাবাদে সম্রাটের ভাই ফরিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২০, ১২:৫৬
অ- অ+

যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের ছোট ভাই ফরিদ আহমেদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)৷

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুদকের একটি দল ফরিদ আহমেদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

অবৈধ ব্যবসা ও জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার তদন্তকালে জানা যায়, সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী তার নামে থাকা মহাখালীর ডিওএইচএস এলাকার ১৩১৭ বর্গফুটের ফ্ল্যাট এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ফরিদ আহমেদ চৌধুরী ও মোস্তফা জামানের নামে কাকরাইলে ৪২৫৯ বর্গফুটের স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। যার জন্য বৃহস্পতিবার ফরিদ আহমেদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

এর আগে গত ১৮ আগস্ট সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্টদের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত।

গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে সম্রাট ও তার এক সহযোগী যুবলীগের সহসভাপতি এনামুল হক আরমানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের ঢাকায় আনা হয়। এখন তারা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আছেন।

ঢাকাটাইমস/২৭আগস্ট/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের কম্পোনেন্ট করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু করছে নভোএয়ার
স্বাধীনতার পতাকা নিয়ে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা