ছেলেসহ সাংসদ নূর মোহাম্মদ করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২২:৩৫ | প্রকাশিত : ২৮ আগস্ট ২০২০, ২২:৩১
ফাইল ছবি

এবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ। সঙ্গে তার ছেলে ব্যারিস্টার ওমর মোহাম্মদ নূরও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার তাদের নমুনা পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। সাংসদের ব্যক্তিগত সচিব (পিএস) মামুনুর রহমান শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংসদ নূর মোহাম্মদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী গ্রামের বাড়িতে এবং ছেলে ব্যারিস্টার ওমর মোহাম্মদ নূর ঢাকার বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।

ব্যক্তিগত সচিব (পিএস) জানান, করোনাকালের পুরো সময়টাই নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে রয়েছেন সাংসদ নূর মোহাম্মদ। সরকারের পাশাপাশি নিজস্ব অর্থায়নে অসহায় মানুষজনকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। কয়েক দিন ধরে অসুস্থ বোধ করায় করোনা পরীক্ষা করান এবং এতে ফলাফল পজিটিভ আসে।

এমপি নূর মোহাম্মদ হোম আইসোলেশনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন। শরীরের অবস্থা অনেকটা ভালো। তিনি সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩০ জনের বেশি সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এবং নওগাঁর সাংসদ ইসরাফিল আলম মারা গেছেন। চলতি আগস্ট মাসেই প্রায় ১৫ জন সাংসদ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাদের বেশির ভাগই ইতিমধ্যে সেরে উঠেছেন।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :