২০৩০ পর্যন্ত যুক্তরাজ্যের কাছে জিএসপি সুবিধা চেয়েছে বাংলাদেশ

আগামী ২০৩০ সাল পর্যন্ত যুক্তরাজ্যের কাছে ব্রেক্সিট পরবর্তী জিএসপি (শুল্কমুক্ত বাজার) সুবিধা চেয়েছে বাংলাদেশ।
যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম ব্রিটিশ সংসদ সদস্যদের (এমপি) কাছে ওই সুবিধা চেয়েছেন।
শনিবার যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
হাইকমিশনার সাইদা মুনা তাসনীম জিএসপি সুবিধা ছাড়াও করোনা পরবর্তীকালে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে দ্বিপক্ষীয় সুবিধা বাড়ানোর আহ্বান জানান।
ভার্চুয়াল সভায় যুক্তরাজ্যের সাংসদের মধ্যে লর্ড জ্যাক উইলসন, ব্যারোনেস নাতালে লুইস, লর্ড অ্যান্ড্র স্টানেল ও ব্যারোনেস রোসেল বয়কট অংশ নেন।
(ঢাকাটাইমস/২৯আগস্ট/এনআই/এমআর)

মন্তব্য করুন