চকবাজারে দুই কোটি টাকার পলিথিন জব্দ

রাজধানীর চকবার এলাকার সোয়ারিঘাটের দেবী দাস ঘাট লেন ও হাজী বিল্লু রোডে অভিযান চালিয়ে ২৫ ট্রাক অবৈধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সোয়ারিঘাটের ৩০ দেবীদাসঘাট লেন পুলিশ বক্সের ঢালে অভিযান চলাকালে এসব অবৈধ পলিথিন উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
পলাশ কুমার বসু বলেন, অবৈধ পলিথিন ব্যবসায়ী হাজী জুয়েলের মালিকাধীন দুটি প্রতিষ্ঠান জে.কে লিমিটেডি ও ফ্রেশ রোল লিমিটেডিসহ পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। তবে কোনও প্রতিষ্ঠানেরই মালিককে গ্রেপ্তার করতে পারেনি ভ্রাম্যমাণ আদালত। আজকের অভিযানে ২৫ ট্রাক ও প্রায় দেড় লাখ কেজি অবৈধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এসময় এসব অবৈধ পলিথিন কারখানায় তৈরি ও মজুদ রাখার দায়ে ১০ জনকে আটক করা হয়েছে। জব্দ হওয়া পলিথিনের বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। এছাড়া অভিযানে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৬ সেপ্টেম্বর/এআর/ইএস)

মন্তব্য করুন