টিপস

অ্যাপ না খুলেই মেসেজ পাঠান হোয়াটসঅ্যাপে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১০:০০
অ- অ+

হোয়াটসঅ্যাপে এমন কতগুলো ফিচার আছে যা আমরা ব্যবহার করি না। এমনই একটি ফিচার হল ‘চ্যাট শর্টকাট’। রোজকার ব্যস্ত জীবনে আপনি যার সাথে বেশি চ্যাট করেন বা যদি আপনার কারো সাথে বিশেষভাবে চ্যাট করার থাকে, তাহলে এই ফিচারটি ব্যবহার করলে আপনি সরাসরি ওই ব্যক্তির চ্যাটে পৌঁছে যাবেন।

হোয়াটসঅ্যাপ ইউজাররা এই ফিচারটির সাহায্যে তাদের ফোনের হোম স্ক্রিনে যেকোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপের চ্যাটের শর্টকাট রাখতে পারেন। ফলে আলাদা করে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন না খুলেও, সেই ব্যক্তির চ্যাট দেখতে এবং কথা বলতে পারবেন। আপনাকে হোয়াটসঅ্যাপে ঢুকে তার নাম সার্চ করতে হবে না। এছাড়া আপনার হোয়াটসঅ্যাপে যদি সারাদিনে অনেক বেশি মেসেজ, গ্রুপ নোটিফিকেশন আসে তবে এই ফিচারটির সাহায্যে সহজেই আপনার প্রিয় মানুষদের চ্যাট আলাদা রাখতে পারবেন। এমনকি স্লো ইন্টারনেটেও নির্বাচিত চ্যাটগুলো তৎক্ষণাৎ দেখতে পাবেন।

হোয়াটসঅ্যাপের চ্যাট শর্টকাট কীভাবে বানাবেন:

১. এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি খুলে, নির্বাচিত চ্যাটে আলতো করে ক্লিক করুন।

২. এরপর ওপরে ডানদিকে প্রদর্শিত থ্রি-ডট আইকনটিতে ক্লিক করুন।

৩. থ্রি-ডট আইকনে ক্লিক করার পর বেশ কয়েকটি অপশনের সাথে আপনি ‘ অ্যাড চ্যাট শটকাট’ অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই ওই ব্যক্তির চ্যাট আপনার ফোনের হোম স্ক্রিনে অন্যান্য অ্যাপের পাশে শর্টকাট হিসাবে প্রদর্শিত হবে।

যদি আপনি হোম স্ক্রিন থেকে কোনো চ্যাট শর্টকাট রিমুভ করতে চান, তাতেও কোনো ঝামেলা নেই। এর জন্য আপনাকে ওই চ্যাটের শর্টকাট আইকনটি লং প্রেস করতে হবে। এতে আপনি সঙ্গে সঙ্গেই রিমুভ অপশনটি দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করলেই শর্টকাটটি ডিলিট হয়ে যাবে, তবে এতে কোনো রকম মেসেজ ডিলিট হবে না।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থী সাম্য হত্যা: ঢাবিতে একদিনের শোক ঘোষণা, অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তহবিল ঘাটতি মোকাবিলার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে: ড. মঈন খান
সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: আসিফ মাহমুদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা