ডিএসসিসি নগর ভবনকে ধূমপানমুক্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২০, ১৪:৪৯| আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৪:৫৩
অ- অ+

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ঘোষণা দেয়া হয়।

ওই আদেশে বলা হয়, ডিএসসিসি প্রধান কার্যালয় নগর ভবন ক্যাম্পাসকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হলো। এ অফিস বা ক্যাম্পাসে ধূমপান না করার জন্য সবাইকে অনুরোধ করা হলো। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাজধানী ঢাকার দক্ষিণাঞ্চল পরিচালনার জন্য নিয়োজিত স্থানীয় সরকার সংস্থা। এটি একটি নগর প্রশাসন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

সার্বিকভাবে ঢাকা শহরের দক্ষিণভাগ পরিচালনের দায়িত্বে রয়েছে এই করপোরেশন। অধুনালুপ্ত ঢাকা সিটি করপোরেশন বিভাজিত হয়ে একাংশ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৫৭টি ওয়ার্ড এবং ১৯টি ওয়ার্ডের (নারীদের জন্য সংরক্ষিত আসন) সমন্বয়ে গঠিত।

নগর ভবনকে ধূমপানমুক্ত ঘোষণা দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। তারা বলছেন, আরও আগেই এ ঘোষণা দেয়া উচিত ছিল।

ঢাকাটাইমস/৫অক্টোবর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ
চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেলিম প্রধানের
সুরের মূর্ছনায় ‘মায়াবী সন্ধ্যা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা