শাবি’র ‘শিকড়’র নেতৃত্বে রাহী-হৃদয়

শাবিপ্রবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২০, ১৩:১০
অ- অ+

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’র নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শাহরিয়াজ্জামান রাহী। তিনি সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের (২০১৬-১৭) শিক্ষার্থী।

শুক্রবার রাতে অনলাইনে সংগঠনটির এক সাধারণ সভায় নতুন এ কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি আসাদুজ্জামান শ্রাবণ ও সাবেক সাধারণ সম্পাদক ইশরাক গালিব। কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আতিকুল ইসলাম হৃদয়। ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

কমিটির অন্য মনোনীত সদস্যরা হলেন- সহসভাপতি জাহেদুল ইসলাম অপূর্ব, সহসাধারণ সম্পাদক রাইসুল বারী সিফাত, কোষাধ্যক্ষ সৈয়দা তানজীনা নওশীন, সাংগঠনিক সম্পাদক সৌরভ সাহা, সহসাংগঠনিক সম্পাদক ইন্তেখাব আলী সন্দীপন, দপ্তর সম্পাদক অর্ণব কান্তি পাল, সহদপ্তর সম্পাদক মাদিহা চৌধুরী, প্রচার সম্পাদক আলকাতুজ্জাকিয়া আঁখি, সহপ্রচার সম্পাদক মাশরুপ হাসান, সংগীত ও নৃত্যকলা সম্পাদক অনিক সাজিদ আহসান, সংগীত সহসম্পাদক ইসরাত জাহান প্রমি, নৃত্যকলা সহসম্পাদক লুৎফুন্নাহার সুরভী।

কমিটিতে আবৃত্তি সম্পাদক হিসেবে জান্নাতুল ফেরদৌস মুন্নী, আবৃত্তি সহসম্পাদক তামান্না বিনতে হাফিজ, নাট্যকলা সম্পাদক শুভ খান, সহনাট্যকলা সম্পাদক ফারদিন কবির, চিত্রকলা সম্পাদক মিনহাজুল হাসান রাকিব, চিত্রকলা সহসম্পাদক সুজন নাহা, প্রকাশনা সম্পাদক নাবিলা শরীফ, প্রকাশনা সহসম্পাদক জিষ্ণু চক্রবর্তী, আলোকসজ্জা সম্পাদক জুনায়েদ ও আলোকসজ্জা সহসম্পাদক হিসেবে রাতুল দাশ মনোনীত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জোবায়ের হোসেন রাফি ও মোহাম্মদ আলী।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা