ফের বিয়ে করলেন শ্যামল মাওলা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২০, ১৬:০৫| আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১৬:১৭
অ- অ+

দ্বিতীয়বার বিয়ে করলেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। দীর্ঘদিনের প্রেমিকা মাহা শিকদারের সঙ্গে শনিবার (১০ অক্টোবর) বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তার দ্বিতীয় স্ত্রী মাহা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ের শিক্ষার্থী। মাঝে মাঝে তাকে নাটকেও দেখা যায়।

শ্যামল বলেন, ‘হুট করে বিয়ের আয়োজন করায় কাছের অনেককে জানাতে পারিনি। ১০/১০/২০২০ তারিখটি স্পেশ্যাল, তাই হুট করে বিয়ের সিদ্ধান্ত নেয়া। করোনার মধ্যে বিধি নিষেধ মেনে যতটুকু করা যায় সেভাবেই একটা ঘরোয়া আয়োজন করেছি। যাদের জানাতে পারিনি কেউ কষ্ট পাবেন না। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।’

অভিনেতা শ্যামল মাওলার প্রথম স্ত্রীর নাম নন্দিতা। তার সঙ্গে তিন বছর সংসার করার পর ডিভোর্স হয়। সেই সংসারে শ্রেয়ণ নামে শ্যামলের একটি পুত্রসন্তান রয়েছে। তবে কী কারণে নন্দিতার সঙ্গে তার ডিভোর্স হয়েছিল, তা জানা যায়নি।

ঢাকাটাইমস/১১অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চূড়ান্ত 
ফেনী সীমান্তে ভারতীয় গাঁজা ও মদ জব্দ
রাঙ্গুনিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
গোপালগঞ্জের সহিংস ঘটনা তদন্তে সাবেক বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা