তাড়াশে আগুনে সর্বশান্ত কৃষক পরিবার

সিরাজগঞ্জের তাড়াশে আগুনে আজাদুল ইসলাম নামে এক কৃষকের বসতঘর পুড়ে গেছে। এতে সর্বশান্ত হয়ে গেছেন তিনি। বুধবার রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস মেলা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ দুর্ঘটনায় আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।
তারা জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুন লেগেছে। সন্ধ্যায় আগুনের সূত্রপাত হলে মূহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এতে টিনের ঘর, আসবাবপত্র, চাল, ধানসহ যাবতীয় জিনিসপত্র আগুনে পুড়ে গেছে। এসময় প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় উপজেলার ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ কৃষক জানান, ঘর-বাড়ি পুড়ে যাওয়ায় এক কাপড়ে বের হয়ে পরিবারসহ তার মামা শ্বশুরের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
(ঢাকাটাইমস/১৫অক্টোবর/পিএল)

মন্তব্য করুন