চকবাজারে ছুরিকাঘাতে প্লাস্টিক কারখানার কর্মী খুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২০, ০৮:৩২
অ- অ+
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ফাইল ছবি)

পুরান ঢাকার চকবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইলিয়াছ হোসেন নামে ২৪ বছর বয়সী এক যুবক খুন হয়েছেন। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন সেলিম রেজা নামে ২৭ বছর বয়সী আরেক যুবক। আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহতের লাশ পাঠানো হয় মর্গে।

মঙ্গলবার দিবাগত রাতে চকবাজার থনার খাঁজে দেওয়ান লেনে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া ইলিয়াস হোসেনের বাড়ি মাগুরা সদর উপজেলার ঘোড়ানাথ গ্রামে। তার বাবার নাম গোলাম নবী।

জানা যায়, রাত নয়টার দিকে আলী আহমেদ প্লাস্টিক কারখানার কর্মী ইলিয়াছ কারখানা ছুটি শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে বের হন। কারখানার সামনে আসার পর কয়েকজন দুর্বৃত্ত কারখানার সামনে ইলিয়াছকে আটক করে এবং তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। চিৎকার শুনে সেলিম রেজা নামে এক যুবক এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। দুজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াছকে মৃত ঘোষণা করেন। আহত সেলিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বে থাকা পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহতের লাশ মর্গে রাখা হয়। আর বিষয়টি চকবাজার থানাকে অবহিত করা হয়েছে।

ঢাকাটাইমস/২৮অক্টোবর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা