টাঙ্গাইলে বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে বাসচাপায় আ. বাছেদ (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টায় টাঙ্গাইল-মধুপুর মহাসড়কের গাঙ্গাইরগুমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
নিহত আ. বাছেদ গাঙ্গাইর গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, মাদারগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি বাস গাঙ্গাইল এলাকায় পৌঁছালে ওই ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসচাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যানচালকের। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় বাসটিকে আটক করলেও চালক এবং হেলপার পালিয়েছে। এদিকে লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৭অক্টোবর/পিএল)

মন্তব্য করুন