ফোল্ডেবেলের পর এবার আসছে রোলেবল স্মার্টফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২০, ১০:৩৯| আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১১:২৯
অ- অ+

স্মার্টফোনের বাজারে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ফোল্ডেবল ফোন। এই ফোনের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার আসছে রোলেবল (গুটিয়ে নেওয়া যায় এমন) ফোন। চীনের কোম্পানি টিসিএল বিশ্বের প্রথম রোলেবল স্মার্টফোন বাজারে আনতে চলেছে।

এই ফোন গুটিয়ে ছোট করে নেওয়া যাবে। পরে প্রয়োজন হলে ফের তা বড় করা যাবে। সম্প্রতি এক ভিডিওতে টিসিএলের এই রোলেবল ফোনের ঝলক দেখা গিয়েছে। ভিডিওতে দেখানো হয়েছে এই ফোনের বিশেষত্ব।

চলতি বছরের শুরুতেই রোলেবল স্মার্টফোন বাজারে আনার কথা জানিয়েছিল টিসিএল। সম্প্রতি যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে যে, এই ফোনের স্ক্রিন সাইজ ৪.৫ ইঞ্চি। কিন্তু তা টেনে ৬.৭ ইঞ্চি করা যায়। রোল হলেও তা মোটা দেখাবে না।

টিসিএল দাবি করেছে যে, এই ফোন দুই লক্ষ বারের বেশি রোল করা যেতে পারে। এই ফোনে দেওয়া হয়েছে ওলেড ডিসপ্লে। খুব শিগগিরই এটি বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে নিরীহ মানুষ ও দলীয় নেতাকর্মী গ্রেপ্তার না করার আহ্বান বিএনপির
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ
চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেলিম প্রধানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা