যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত এক লাখ পার

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২০, ১০:৩৪| আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১১:৫০
অ- অ+

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারি আবার তীব্র হচ্ছে। দেশটিতে গত একদিনে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে প্রায় হাজার মানুষের। একই সময়ে নতুন করে সুস্থ হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ৪৬১ জন, মৃত্যু হয়েছে ৯৮৮ জনের। সুস্থ হয়েছেন ৪১ হাজার ১৬৭ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯৩ লাখ ১৬ হাজার ২৯৭ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৫৯ জনের। সুস্থ হয়েছেন ৬০ লাখ ২৪ হাজার ৫১২ জন।

শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৫৮ লাখ ৯৮ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৯৩ হাজার ৭৪৪ জনে। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৩২ লাখ ৪৮ হাজার ৮২১ জন।

ঢাকা টাইমস/৩১অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজদিখান-কেরানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদে ড্রেজার ভাঙচুর গ্রামবাসীর
হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রণে শিগগিরই সুরক্ষা আদেশ: উপদেষ্টা রিজওয়ানা হাসান
যশোরে শাহীন চাকলাদারসহ ৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা
টিকটকে পরিচয় অতঃপর শারীরিক সম্পর্ক, হাতিয়ে নেয় নগদ অর্থ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা