বন্ধুত্বের গল্প নিয়ে নাটক ‘বিএফ=?’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২০, ১৬:২৩
অ- অ+

মানব সভ্যতায় বন্ধুত্ব, প্রেম, ভালোলাগা কিংবা ভালোবাসা সবকিছুই আত্মিক বিষয়। তিনজন ভালো বন্ধুর মাঝে ভালোলাগা বা ভালোবাসার অনুপ্রবেশ ঘটায় শেষটা হতেও পারে মর্মান্তিক, বিলীন হয়ে যায় মানব সভ্যতার অনন্য নিদর্শন। বন্ধুত্বের দাবী নিয়ে হাজিরা দিতে উচ্ছুক জনতার ভীড় ঠেলে জীবন সপে দিয়ে বন্ধুত্ব যে রক্ষা করে সেই তো প্রকৃত বন্ধু।

এমনই বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘বিএফ=?’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সায়াদ মামুর কাব্য। মাটি এন্টারটেইনমেন্ট বিডি প্রযোজিত এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সালহা খানম নাদিয়া, নিশাত নীতি সরকার, সাবেরী আলম, শফিক খান দিলু প্রমুখ।

এ প্রসঙ্গে সজল বলেন, ‘মিষ্টি একটা বন্ধুত্বের গল্প নিয়ে নাটকটি। বন্ধুদের মধ্যে মান-অভিমান খুনসুটি বিভিন্ন বিষয় নাটকে ফুটে উঠবে। অনন্য নাটক থেকে এটি ব্যতিক্রম গল্পের। গল্প পছন্দ হওয়াতে নাটকটিতে কাজ করেছি। আশা করছি দর্শক পছন্দ করবেন।’

নির্মাতা জানান, খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

ঢাকাটাইমস/১৫নভেম্বর/এলএম/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
ভারতের পুশইন ও পানি আগ্রাসনের ব‍্যাপারে সোচ্চার ও সতর্ক থাকতে হবে: মঞ্জু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ৭ দিনব্যাপী সেবামূলক কর্মসূচি
সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা