ঢাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে, কমছে নম্বর

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২০, ১৫:৫৯| আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৬:১৬
অ- অ+
ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসের কারণে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বদলে বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তি পরীক্ষা ২০০ নম্বরের বদলে ১০০ নম্বরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার সকালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। তবে পরীক্ষায় আসন কমানোর বিষয়ে সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি জানিয়েছে, ১০০ নম্বরের মধ্যে ৪০ নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন এবং ৪০ নম্বরের লিখিত প্রশ্ন থাকবে। বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর।

সভায় উপস্থিত কয়েকজন সদস্য ঢাকাটাইমসকে বলেন, এমসিকিউ, লিখিত এবং এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। যেখানে পাস নম্বর হবে ন্যূনতম ৪০ শতাংশ। সময় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ঠিক করবেন সংশ্লিষ্ট অনুষদের ডিনরা।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এনএইচএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা