এক ঘণ্টা পর নিভল মিরপুরের বস্তির আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২০, ০৭:১৩| আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০৮:১৭
অ- অ+

রাজধানীর মিরপুরের কালশী বাসস্ট্যান্ড সংলগ্ন বাউনিয়াবাদের সি ব্লকের একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় গভীর রাত সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে বস্তিটিতে আগুন লাগে।

একই বস্তিতে ২০১৯ সালের গত ২৬ ডিসেম্বরে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই আগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে গিয়েছিল। সেই ঘণ্টার বছর না যেতেই আবার ওই বস্তিটিতে আগুন লাগার ঘটনা ঘটলো।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে তা জানা সম্ভব হয়নি। এছাড়া আগুনে হতাহতের খবরও পাওয়া যায়নি। এ নিয়ে খুব অল্প সময়ের ব্যবধানে রাজধানীর তিনটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটল।

কালসীর বস্তিতে আগুনের ঘটনায় ৩০টিরও বেশি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মিরপুরে আগুন লাগার ২৬ ঘণ্টা আগে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছিল। এর কয়েক ঘণ্টা পর রাজধানীর মোহাম্মদপুরে বাবর রোডের বিহারী পট্টি জহুরী মহল্লার পাশে বস্তিতে আগুন লাগে। দেড় ঘণ্টার প্রচেষ্টায় গতকাল বিকালেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ঢাকাটাইমস/২৫নভেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ তরুণের মৃত্যু
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১৩- আলোর চোখে দ্বিতীয় প্রেমের যাত্রা
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক নিহত
রাজশাহী ও রংপুর রেঞ্জে চালু হলো সকল ধরনের অনলাইন জিডি সেবা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা