মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তাদের মিলন মেলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২০, ১৯:০২
অ- অ+

মুন্সীগঞ্জে উইমেন অ্যান্ড ই-কমার্স উদ্যোক্তাদের মিলন মেলা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী ট্রাস্টেড মার্কের উদ্যোগে মুন্সীগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানটি শুরু হয়।

জেলার উদ্যোক্তারা দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে পাঁচটি স্টলের আয়োজন করেন। স্টলে নিজেদের তৈরি সরিষার তেল, অলংকার, ঘি ও বিভিন ধরনের আচার সাজিয়ে রাখা হয়। এসময় দুজন লাখপতি উদ্যোক্তার মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

বক্তারা বলেন, যেভাবে নারী উদ্যোক্তারা এগিয়ে আসছেন- সেটা খুবই ইতিবাচক। উইমেন অ্যাণ্ড ই-কমার্স এমন একটি প্লাটফরম যেখানে সকল উদ্যোক্তা সমানভাবে নিজেদের পণ্য ক্রেতাদের মাঝে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এই প্লাটফরম একটি বিশাল সম্ভাবনার সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সামিউল মাসুদ।

উইমেন অ্যান্ড ই- কমার্স (উই)-এর সভাপতি নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে ও শারমিন সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ট্রাস্টেড মার্টের স্বত্ত্বাধিকারী সাজ্জাদুর রহমান, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, মুন্সীগঞ্জ উই এডভাইজার সুমন কবীর প্রমুখ।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে: রিজওয়ানা
দলের কার্যালয় গুড়িয়ে মার্কেট: ফিরে পেতে বিএনপি নেতার মামলা
মহাখালীর সাত তলা বস্তিতে আগুন
বংশগত ক্যানসারের ঝুঁকি কাদের বেশি, যেভাবে সতর্ক থাকবেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা