চীন ও দক্ষিণ আফ্রিকায় হাজার হাজার নকল টিকা, গ্রেপ্তার ৮৪

করোনাভাইরাসের হাজার হাজার নকল টিকা উৎপাদনে জড়িত থাকার অভিযোগে চীন ও দক্ষিণ আফ্রিকায় ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুই দেশে অভিযান চালিয়ে এসব নকল টিকাসহ তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল) এ তথ্য প্রকাশ করেছে।
ইন্টারপোল জানিয়েছে, চীন থেকে এ পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার ও অন্তত তিন হাজার করোনার নকল টিকা জব্দ করা হয়েছে। এছাড়াও দক্ষিণ আফ্রিকার গাউটেংয়ের একটি গুদাম থেকে এক চাইনিজ ও জাম্বিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে জব্দ করা হয়েছে দুই হাজার চারশ নকল টিকা।
তবে কবে তাদের গ্রেপ্তার করা হয় সে বিষয়ে কিছু জানায়নি ইন্টারপোল। সম্প্রতি অবৈধ নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বব্যাপী নকল টিকা ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছিলেন ইন্টারপোল প্রধান। তার কয়েকদিন পরই এমন ঘটনা ঘটলো। খবর স্কাই নিউজের
দক্ষিণ আফ্রিকার পুলিশ ৪০০ এম্পুলস জব্দ করেছে। যাতে ২৪০০ ডোজ টিকা সরবরাহ করছিল তারা। এছাড়া ভুয়া থ্রিএম ব্র্যান্ডের মাস্কের বড় চালানও জব্দ করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার পুলিশ কর্মকর্তা ব্রিগেডিয়ার বিশ নায়েদু বলেন, 'যেদিন থেকে দক্ষিণ আফ্রিকায় করোনা পৌঁছেছে সেদিন থেকেই সরকার আইন প্রয়োগের নানা পদ্ধতি গ্রহণ করেছে। যা অত্যন্ত কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। আমরা দেখেছি যে, বিদেশি নাগরিকরা নকল টিকা বানানো ও বিক্রির চেষ্টা করছিল।'
নকল টিকা ও ৮০ জনকে আটকের ঘটনায় চীনা কর্তৃপক্ষের ধারণা, এই চক্র নকল টিকা তৈরি করে বিদেশে বিতরণ করেছে।
চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, চীন সরকার টিকা সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দেয়। টিকাসম্পর্কিত অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিভিন্ন দেশের বেসরকারি নার্সিংহোমগুলোকে লক্ষ্য করে নকল টিকা উৎপাদন ও বিতরণ করছে আন্তর্জাতিক অপরাধ চক্র। তবে এখনো টিকা অনলাইনে ও খোলা বাজারে পাওয়া যাচ্ছে না বলে সতর্ক করেছে ইন্টারপোল।
ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল জুরগেন স্টক বলেন, 'অপরাধীদের ধরতে এই ফলাফলকে আমরা স্বাগত জানাই। তবে কোভিড-১৯ টিকা সম্পর্কিত অপরাধের কথা যখন আসে তখন এটি কেবল বিশাল আইসবার্গের সামান্য অংশ।'
তিনি জানান, অপরাধীরা অনলাইনে এবং অফলাইনে করোনা টিকার বিতরণে লক্ষ্য রাখবে। এই কারণে নাগরিকদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিতে জাতীয় কর্তৃপক্ষকে সম্পূর্ণ সমর্থন অব্যাহত রেখেছে ইন্টারপোল।
মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি এজেন্টরা সম্প্রতি পাঁচটি রাজ্যের হাসপাতাল ও অন্যান্য মেডিকেল সেন্টার থেকে ১০ মিলিয়ন (এক কোটি) থ্রিএম ব্র্যান্ডের নকল মাস্ক জব্দ করেছে। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩৩ মিলিয়ন ডলার সমমূল্যের করোনার সুরক্ষাবিষয়ক বিভিন্ন নকল পণ্য জব্দ করা হয়েছে।
ঢাকাটাইমস/০৪মার্চ/একে
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরান ও পাকিস্তানের তৃতীয় সীমান্ত ক্রসিং উদ্বোধন

মৃত্যুদণ্ড দেয়ার তালিকায় শীর্ষে চীন, মধ্যপ্রাচ্য

চাদের প্রেসিডেন্টের হচ্ছেন নিহত ইদ্রিস ডেবির ছেলে

ইরানের ড্রোন শক্তি নিয়ে উদ্বিগ্ন মার্কিন বিমানবাহিনী

ফের রাজকুমারী লতিফার তথ্য চাইল জাতিসংঘ

করোনায় মৃত্যুর আগে স্ট্যাটাস ‘এটাই আমার শেষ সকাল’

ভারতে অক্সিজেন না পেয়ে ২২ করোনা রোগীর মৃত্যু

জর্জ ফ্লয়েড হত্যার রায়ই যথেষ্ট নয়: বাইডেন

তীব্র অক্সিজেন সংকটে ভারত, লকডাউন চান না মোদি
