আস্থা ভোটে জিতলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২১, ১৪:৪৪| আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৫:২৮
অ- অ+

আস্থা ভোটে জিতেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত সপ্তাহে সিনেটে তার এক মন্ত্রীর হারের পর হঠাৎ করে সংসদে আস্থা ভোটের ডাক দেন ইমরান। শেষ পর্যন্ত জয় পেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ আরও পোক্ত করলেন তিনি।

স্থানীয় সময় শনিবার দুপুরে পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খানের ওপর আস্থা ভোট হয়। এতে ৩৪১ ভোটের মধ্যে জয়ের জন্য অন্তত ১৭২ ভোট পাওয়ার প্রয়োজন ছিল। ইমরানের পক্ষে পড়ে ১৭৮ ভোট। খবর ডনের।

মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে বিরোধী দলগুলোর একটি জোট পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলন (পিডিএম) আস্থা ভোট বর্জন করে।

গত সপ্তাহে সিনেট নির্বাচনের সময় তার দলের প্রধান প্রার্থী হাফিজ শেখ সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কাছে হেরে যাওয়ার পর আস্থাভাজনের ভোট গ্রহণের সিদ্ধান্ত নেন ইমরান খান।

যদি আস্থা ভোটে ইমরান খান হেরে যেতেন তাহলে তাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হতো। আস্থা ভোটের আগে বৃহস্পতিবার দেয়া এক ভাষণে ইমরান খান জানান, ভোটে হেরে গেলে মন্ত্রিত্ব ছেড়ে বিরোধী আসনে বসবো। তবু দুর্নীতির কাছে মাথা নত করবো না। রোজগারের জন্য রাজনীতিতে আসিনি।

ঢাকাটাইমস/০৬মার্চ/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এম আলিকে দেয়া হলো থানা হেফাজতে
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা