ক্যাম্পাস খোলার দাবিতে জবিতে মানববন্ধন

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মে ২০২১, ২০:৫৯

অবিলম্বে ক্যাম্পাস খুলে ক্লাস-পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়া ও সংকট উত্তরণে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস-পরীক্ষা নেওয়ার দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, বিগত ১ বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। দেশের সকল কিছু চলছে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষাব্যবস্থাকে পঙ্গু করে দেবেন না। অনলাইনে নামমাত্র ক্লাস হলেও তা কার্যকর নয়। বিগত ৪ মাস ধরে বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস হচ্ছে না। এই খবর শিক্ষা মন্ত্রণালয় কে দেবে?

শিক্ষার্থীরা বলেন, আকাশপথ, নৌপথ, হাটবাজারসহ দেশের সবকিছু স্বাভাবিকভাবে চলছে, কোনো বাধাবিঘ্ন ছাড়া। শুধু বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় ছাড়া গার্মেন্টস, শপিংমল সবকিছু খোলা রয়েছে। সেখানে করোনা নেই, শুধু বিশ্ববিদ্যালয়ে করোনা হয়? একটা জাতির ভাগ্য নির্ধারণ হয়ে থাকে শ্রেণিকক্ষে কিন্তু আপনারা জাতির ভাগ্য নির্ধারণ নিয়ে কোনো চিন্তাভাবনা নেই।

তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এই সময়ে ভিডিও গেমস, মাদকাসক্ত হয়ে পড়ছে অনেক শিক্ষার্থী । অনেক মেয়ে শিক্ষার্থী বাল্যবিবাহের শিকার হচ্ছে। যেখানে গার্মেন্টস খোলা সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ? একজন শিক্ষার্থীর চেয়ে একজন গার্মেন্টস কর্মী বেশি সচেতন? সরকারের ও উপাচার্যের প্রতি আমাদের আবেদন হলো অনাবাসিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলে দিন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদেরকে ভাববেন না।

(ঢাকাটাইমস/২৯মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ইউল্যাবের সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত

সোহরাওয়ার্দী কলেজে ১৮ বছর পর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি

কুবি উপাচার্য-কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি

কুবির আবাসিক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

যৌন নিপীড়নের অভিযোগ: সত্যতা পাওয়ায় ঢাবির অধ্যাপক জুনাইদকে সাময়িক অব্যাহতি

বিএসএমএমইউকে চিকিৎসাসেবা ও গবেষণায় এক নম্বর হতে হবে: উপাচার্য

‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে আহসান উল্লাহ মাস্টার ছিলেন অকুতোভয় সৈনিক’

উপাচার্যের পদত্যাগ চেয়ে কুবি শিক্ষক সমিতির দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি

এসএসসির ফল দেখার পদ্ধতি জানাল শিক্ষাবোর্ড

ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের অগ্রগতি জানাতে আল্টিমেটাম

এই বিভাগের সব খবর

শিরোনাম :