ইব্রাহিম রাইসির জয়ে গভীর উদ্বেগে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২১, ১০:২৫
অ- অ+

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিচারক ইব্রাহিম রাইসির জয়ে গভীর উদ্বেগে রয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইরানের নতুন প্রেসিডেন্ট দেশটির পরমাণু কার্যক্রমের গতি আরও বাড়িয়ে দিতে পারেন এমন দাবি করে ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ও তার নির্বাচন প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ জানানো উচিত বলে মনে করে দেশটি।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত বলছেন, ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এখন পর্যন্ত ইরানের সবচেয়ে কট্টরপন্থি প্রেসিডেন্ট। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ইরানের নতুন এই নেতা হয়তো দেশটির পরমাণু কার্যক্রম আরও বাড়ানোর পাশাপাশি গতিশীল করবেন।

শনিবার সন্ধ্যায় ইব্রাহিম রাইসিকে নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয় ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আর্শীবাদপুষ্ট রাইসি ইরানের অষ্টম প্রেসিডেন্ট।

দেশটির প্রভাবশালী রেভুলোশনারি গার্ডেরও রাইসির প্রতি সমর্থন ছিল। শুক্রবারের নির্বাচনে রাইসি ৬১ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়।

নির্বাচনে জয়ী ঘোষণা করার পর এক বিবৃতিতে সরকারের ওপর জনগণের বিশ্বাস বাড়ানোর প্রতিজ্ঞা করেন রাইসি। এছাড়া সমগ্র জাতির প্রেসিডেন্ট হিসেবেও কাজ করার অঙ্গীকার করেন তিনি। এছাড়া ইরানকে বিপ্লবী এবং দুর্নীতি-বিরোধী সরকার প্রতিষ্ঠার কথা জানান ৬০ বছর বয়সী এই শিয়া আলেম।

ঢাকাটাইমস/২০জুন/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা