নারায়ণগঞ্জে দ্বিতীয় দফায় সাংবাদিকদের উপহার প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২১, ২০:৩৭
অ- অ+

নারায়ণগঞ্জে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক (দ্বিতীয় পর্যায়) ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলায় ৯৫ জন সাংবাদিককে এ উপহার দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রত্যেক সাংবাদিককে ১০ হাজার টাকার চেক দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাকিব ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন খান, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা প্রমুখ।

এর আগে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) করোনা সহায়তা ও ঈদ উপলক্ষে ১০ হাজার সাংবাদিকের জন্য ১০ হাজার টাকা করে মোট ১০ কোটি টাকা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করে। এ আবেদনে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী ১০ কোটি টাকা বরাদ্দ দেন। তবে যারা এ দফায় উপহারের অর্থ পাননি তাদেরকে তৃতীয় দফায় দেয়া হবে প্রধানমন্ত্রীর উপহার।

(ঢাকাটাইমস/১৯জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির
১২ দলীয় জোট কোনো প্রার্থিতা ঘোষণা করেনি: জামাল হায়দার
এখন বিদ্যুৎ বিল দেয়া যাচ্ছে বিকাশ মার্চেন্ট পয়েন্ট থেকেও
এবার আনিস-হাওলাদার ও চুন্নুকে অব্যাহতি দিলেন জিএম কাদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা