সাংবাদিক পরিচয়ে প্রতারণা: হাইকোর্টে জামিন পাননি রাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৭:৫৫ | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ১২:২১

সাংবাদিক পরিচয় দিয়ে এমএলএম ব্যবসার মাধ্যমে প্রতারণার মামলায় গ্রেপ্তার রাকিব হাসানকে জামিন দেননি হাইকোর্ট।

বুধবার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মামলার এজাহারে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ দেখে আদালত তাকে বিশ্ব প্রতারক হিসেবে অভিহিত করেছেন।

আসামিপক্ষে শুনানি করেন কামরুজ্জামান ভুইয়া ও ফয়েজ উদ্দিন আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

রাকিব হাসানের বিরুদ্ধে গত ১৮ মার্চ রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন লাকী আক্তার উর্মী নামে এক নারী।

মামলার অভিযোগে বলা হয়, আসামি নিউলাইভ গ্লোবাল প্রাইভেট লিমিডেট নামে একটি এমএলএম কোম্পানি প্রতিষ্ঠা করে ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় প্রলোভন দিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

কোম্পানির ডায়মন্ড পদ দেওয়ার কথা বলে বাদীর কাছ থেকে এককালীন ৫ লাখ টাকা এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে টাকা নিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ মামলায় গত ২৯ মার্চ রাকিব হাসানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে তিনি কারাবন্দি। হাইকোর্টে দাখিল করা জামিন আবেদনে তিনি নিজেকে দৈনিক যুগান্তর পত্রিকা ও বেসরকারি টিভি একুশে টেলিভিশনের সাবেক সাংবাদিক পরিচয় দিয়েছেন।

ঢাকাটাইমস/৪আগস্ট/এআইএম/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :