ইনস্টাগ্রাম ‘রিলসে’ ভিডিও বানিয়ে আয়ের সুযোগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২১, ১১:০৮
অ- অ+

ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় প্লাটফর্ম ইনস্টাগ্রাম। প্রতিষ্ঠানটি টিকটকের সঙ্গে প্রতিযোগিতা করতে নিয়ে এসেছিল রিলস। রিলসের মাধ্যমে টিকটমের মতোই ছোট আকারের ভিডিও শেয়ার করা যায়। ভিডিও শেয়ার করে আয়েরও সুযোগ আছে।

এতদিন রিলস তৈরির জন্য সরাসরি কোন টাকা দেওয়া হত না। কিন্তু তাও রিলস পোস্ট করে বিপুল পরিমাণ রোজগার করা সম্ভব।

ইনস্টাগ্রাম রিলস কী?

গত বছর ইনস্টাগ্রাম রিলস এর মাধ্যমে গ্রাহকরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ১৫ সেকেন্ডের ভিডিও আপলোড কতে পারেন। পরে এই সময়সীমা বাড়িয়ে ৩০ সেকেন্ড করা হয়েছে। যা এখন বেড়ে হয়েছে ৬০ সেকেন্ড। ইনস্টাগ্রাম রিলস এর এডিটিং টুল ব্যবহার করেই এই ছোট ভিডিও বানানো সম্ভব।

ইনস্টাগ্রাম রিলস তৈরি করবেন কীভাবে?

স্টেপ ১। ইনস্টাগ্রাম ওপেন করে ডান দিকে সোয়াইপ করে ক্যামেরা ওপেন করে রিলস সিলেক্ট করুন।

স্টেপ ২। এখানে ক্যামেরার মাধ্যমে ৬০ সেকেন্ড পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। চাইলে গ্যালারির ভিডিও ব্যবহার করা যাবে।

স্টেপ ৩। এখানে অডিও, স্পিড, এফেক্ট ও অন্যান্য অপশন দেখতে পাবেন। ভিডিও তৈরি করার জন্য যে কোন মিউজিক পছন্দ করা যাবে।

স্টেপ ৪। এবার ভিডিও প্রিভিউ করে রিলসে আপলোড করে দিন। এখানে ক্যাপশন ও ট্যাগ ব্যবহার করা যাবে।

ইনস্টাগ্রাম রিলস কোথায় দেখা যাবে?

ইনস্টাগ্রাম রিলস দেখার জন্য অ্যাপের মধ্যে সার্চ বাটনের পাশের ট্যাব সিলেক্ট করতে হবে।

ইনস্টাগ্রাম রিলস থেকে রোজগার করবেন কীভাবে?

এখনও রিলস পোস্ট করার জন্য গ্রাহকদের কোন টাকা দেয় না ইনস্টাগ্রাম। যদিও রিলস থেকে পেইড প্রোমোশনের মাধ্যমে রোজগার করা সম্ভব। ইনস্টাগ্রাম রিলস থেকে রোজগারের উপায় দেখে নিন:

স্টেপ ১। রিলস এর প্রমোশনাল গান সিলেক্ট করুন।

স্টেপ ২। এবার যে কোন ব্র্যান্ডের সঙ্গে হাত মিলিয়ে প্রমোশনাল ভিডিও তৈরি করুন। এখানে আপনি যে কোন প্রোডাক্ট প্রমোট করতে পারবেন।

স্টেপ ৩। খাদ্য রসিক হলে কোন রেস্তোরাঁর সঙ্গে হাত মিলিয়ে খাবার সঙ্গে নিয়ে রিলস পোস্ট করতে পারেন।

স্টেপ ৪। এই ভাবে প্রোডাক্ট রিভিউ না করেই রোজগার করা যাবে।

ভবিষ্যতে রিলস পোস্ট করার জন্য টাকা দেবে ইনস্টাগ্রাম?

হ্যা। ইতিমধ্যেই এই কাজ শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়া কোম্পানিটি। এর ফলে ইনস্টাগ্রাম রিলস পোস্ট করে রোজগার করতে পারবেন ইনস্টাগ্রাম গ্রাহকরা। যদিও কবে এই ফিচার শুরু হবে সেই বিষয়ে এখনও মুখ খোলেনি ইনস্টাগ্রাম।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অন্যের বাগানের আম চুরি করল ইউনাইটেড গ্রুপের মালিকরা, থানায় মামলা, গ্রেপ্তার ১
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক শনিবার
বিএনপি শুধু নির্বাচন নিয়ে কথা বললে বাংলাদেশ আশাহত হয়: সারজিস আলম
দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান আজ অস্থিতিশীল অবস্থায় রয়েছে: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা