মায়ের আঁচল থেকে টাকা নিয়ে বিয়ে, অতঃপর...

মোহাইমিনুল ইসলাম
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৪| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪২
অ- অ+

শুক্রবার দিন মানুষের বিয়ে হয়। অথচ এদের বিয়ে ভাঙতেছে। ভাঙবে না কেন? মেয়ের ১৭ বছর আর ছেলের ১৫ বছর। অর্থাৎ বিয়ে করার বয়স আর সাইজ- এদের একটাও এই দুই প্যারামিটারের কোনোটাতেই উপনীত হয়নি।

আমরা ক্লাস থ্রিতে পড়াকালে নাঈম-শাবনাজ চাঁদনি সিনেমায় অভিনয় করে বিখ্যাত হয়ে গেল। এই ধাক্কায় তাদের বিয়েও হয়ে গেল। সেই সিনেমার এক গান ছিল- ‘কন্যার বয়স যে ষোল পাত্রে উনিশ বছরে!’ সেই গানের ধাক্কায় ঐ সময় বহু ১৬-১৯ বছরের বাচ্চা কাচ্চা বিয়ে করে ফেলছিল! এরপর সরকারি পরিকল্পনা আর আইন।কত কিছু করে লাগাম টেনে ধরার চেষ্টা।

নিবন্ধন অনুযায়ী বৈবাহিক বন্ধনের বয়স না হলেও শরীরের নব্য হরমোনের ইন্ধন আর মনের আস্ফালনের জোরে এই জোড়া পালিয়ে গেল! এই সাহসের জুড়ি মেলা ভার তবে তারা টিকতে পারেনি আর।

মায়ের গাইট থেকে নিয়ে যাওয়া হাজার দুয়েক টাকা দিয়ে শুধু এক মাসের জন্যে বাসা ভাড়া করে বাসায় উঠতে পেরেছিল। কিন্তু চাল ডাল মশারি ইত্যাদি কেনার টাকা না থাকায় তারা বিপদে পড়ে যায়! পুলিশ তাদের সেই বিপদ থেকে রক্ষা করে নিয়ে আসে!

আজ এই উদ্ধার পর্যন্তই। আইনি জটিল আলোচনায় আর গেলাম না! বেরসিক পুলিশ হয়ে আপনাদের মনে একটু রস সঞ্চারণের চেষ্টা।

লেখক: অতিরিক্ত পুলিশ সুপার

ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‌্যাবে গুরুত্বপূর্ণ রদবদল: গোয়েন্দা, অপারেশন এবং র‌্যাব-১ এ নতুন নেতৃত্ব
হাসপাতালে যাওয়ার সময় সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১১- তমাল - নীলা সম্পর্কের অজানা অধ্যায়
সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘটে অচল সড়ক, যাত্রী ভোগান্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা