বুন্দেসলিগায় বায়ার্ন-বরুশিয়ার জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২১, ১১:৩১| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৭
অ- অ+

শনিবার রাতে জার্মান বুন্দেসলিগার খেলায় নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ এবং বরুশিয়া ডর্টমুন্ড। লিপজিকের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে জিতেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। অন্যদিকে বায়ার লেভারকুসানকে ৪-৩ গোলে হারিয়েছে বরুশিয়া।

রেড বুল অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেলে পানি পায়নি লিপজিক। কিন্তু প্রথমার্ধের খেলায় খুব বেশি আধিপত্য বিস্তার করতে পারেনি বায়ার্ন। বিরতির আগে এরপরও একটি গোল পেয়েছে তারা। ম্যাচের প্রথম গোলটি এসেছে পেনাল্টি থেকে। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন রবার্তো লেভানডোস্কি।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই জামাল মুসিয়ালার গোলে ব্যবধান দ্বিগুন হয়। তারও সাত মিনিট পর লেরয় সানে গোল করল ব্যবধান হয় ৩-০। তবে কিছুক্ষণ পরেই অবশ্য ব্যবধান কমান কোনরেড লেইমার। আর শেষদিকে মোটিংয়ের করা হলে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

এদিকে দিনের আরেক ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতে উঠে বরুশিয়া-লেভারকুসেন। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ফ্লোরিয়ানের গোলে লেভারকুসেন এগিয়ে যাওয়ার পর বরুশিয়াকে সমতায় ফেরান আর্লিং হালান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে প্যাটট্রিকের স্কিচের গোলে আবারও এগিয়ে যায় লেভার। অবশ্য দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই তা পরিশোধ করেন ব্রান্ডিত।

ম্যাচের ৫৫তম মিনিটে মুসা দিয়েবি লেভারকে তৃতীয় গোলের স্বাদ দেন। অন্যদিকে ৭১তম মিনিটে রাফায়েল গুয়েরেইরোর করা গোলে তৃতীয়বারের মতো সমতায় ফেরে বরুশিয়া। এরও ছয় মিনিট পরে স্পট কিক থেকে আর্লিং হালান্ডের করা গোলে এবার লিড নেয় বরুশিয়া। পরে ম্যাচে আর কোনো গোল না হলে জয় পায় পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা দলটি।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে বিএমএসএফ
বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৩২, আইসিইউতে মারা গেল ৯ বছরের শিশু নাফি
ড. ইউনূসের পাশে বিএনপি-জামায়াতসহ চার দল, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক
নিহত শিক্ষক মাহরিন চৌধুরী চিরনিদ্রায় শায়িত, ছিলেন জিয়াউর রহমানের ভাতিজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা