দুই শিশু ধর্ষণ: বৃদ্ধের ৬০ বছর কারাদণ্ড

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৫০| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:১৪
অ- অ+

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকায় দুই শিশু ধর্ষণের মামলায় আবু সালাম (৫৮) নামে এক বৃদ্ধের ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিন লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. রস্তম আলী এ আদেশ দেন।

আদালতে মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৪ জুলাই উপজেলার বীরনগর পূর্বপাড়ার একটি বাড়ি থেকে দুই শিশু বান্ধবী বাড়ি ফেরার পথে ওই এলাকার আবু সালাম শিশু দুটিকে টিভি দেখানোর কথা বলে বাড়িতে নিয়ে যায়। এ সময় ওই শিশুদের ২০ টাকা হাতে দিয়ে ঘরের দরজা বন্ধ করে ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে শিশু দুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় শিশু দুটির বাবা বাদি হয়ে থানায় পৃথক মামলা করলে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। পরে আদালত থেকে জামিন নিয়ে আসামি পালাতক থেকে যায়। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আসামির অনুপস্থিতেই আদালত এ রায় ঘোষণা করেন।

জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মধ্যরাতে হাতিরঝিলে ইতিহাস গড়া নারী ফুটবলারদের বর্ণাঢ্য সংবর্ধনা দিল বাফুফে
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা