ভারত-বাংলাদেশ নোম্যান্সল্যান্ডে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৬
অ- অ+

যশোরের বেনাপোলে ভারত-বাংলাদেশ নোম্যান্সল্যান্ড এলাকায় উদ্বোধন করা হয়েছে নতুন প্যাসেঞ্জার টার্মিনাল। দুদেশের পাসপোর্ট যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য শুক্রবার দুপুরে টার্মিনালের উদ্বোধন করেন বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মোহাম্মদ চৌধুরী ও ভারতের কেন্দ্রীয় গৃহায়নমন্ত্রী নিত্যনন্দ রায়।

ভারতের ল্যান্ডপোর্ট চেয়ারম্যান আদিত্যমিশ্র চৌধুরির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন বিক্রম দুরাইস্বামি, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহম্মদ আলমগীর হোসেন, বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান, পুলিশের নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান, ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর মতিয়ার রহমান, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন ও বেনাপোল আমদানি রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন।

সম্পূর্ন শীততাপ নিয়ন্ত্রিত এক হাজার ৩০৫ একর জমির ওপর নির্মিত নতুন টার্মিনালে ৩২টি প্যাসেঞ্জার কাউন্টার চারটি কাস্টম কাউন্টার ও আটটি সিকিউরিটি বুথ স্থাপন করা হয়েছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ভারত-বাংলাদেশের বন্ধুত্ব রক্ত দিয়ে লেখা, এ সম্পর্ক মুছে ফেলা যাবে না। স্বাধীনতা যুদ্ধে ভারত এক লাখ বাংলাদেশিকে আশ্রয় দিয়ে রক্তের সম্পর্ক তৈরি করেছে। বাংলদেশ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে ভারতকে।

ভারতের কেন্দ্রীয় গৃহায়নমন্ত্রী নিত্যনন্দ রায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজ জন্মদিন। বিশেষ এই দিনে পেট্রাপোলে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন স্মরণীয় হয়ে থাকবে। বিমানবন্দরের সুবিধা ভোগ করবে যাত্রীরা। বাংলাদেশের সঙ্গে আরও নতুন নতুন পোর্ট স্থাপন করে দুদেশের বাণিজ্য আরও বাড়ানো হবে।

অুনষ্ঠানে বাংলাদেশের অতিথিদের ক্রেস্ট দিয়ে সন্মানিত করা হয়। পরে কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার সঙ্গে নিত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসলামী ব্যাংকের মুদারাবা হজ্জ ও ওমরাহ সেভিংস স্কিম: সঞ্চয়ে স্বপ্নপূরণ
সাবেক সচিব-বিচারকদের ১২ ফ্ল্যাট বরাদ্দ বাতিল, দেখে নিন কার ফ্ল্যাটের আয়তন কত ছিল
১০ জুলাই দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, দেখবেন যেভাবে
কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে ২৮৬ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা