ফিল্ডিংয়ে কোলকাতা, আজও নেই সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২০:১১| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২০:২২
অ- অ+

আইপিএলে আমিরাত অংশের নিজেদের দ্বিতীয় ম্যাচেও একাদশে জায়গা পাননি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আজ টিকে থাকার লড়াইয়ে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কোলকাতার অধিনায়ক ইয়ন মরগান।

এই প্রতিবেদন লেখার পর্যন্ত মুম্বাইয়ের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২ ওভারে ৯ রান। ক্রিজে রোহিত শর্মাকে (৯ বলে ৭ রান) সঙ্গ দিচ্ছেন কুইন্টন ডিকক (১)। বোলিংয়ে ৫ রান দিয়ে দারুণ শুরু করেছেন নিতিশ রানা।

আজ মুম্বাইকে নেতৃত্বে ফিরেছেন রোহিত শর্মা। তার দলে থাকছেন না হার্দিক পান্ডিয়া। অপরিবর্তিত দল নিয়ে নেমেছে কোলকাতা।

এর আগে, ২৮ বারের মুখোমুখি সাক্ষাতে রোহিত শর্মাদের মাত্র ৬ বার হারাতে পেরেছে নাইট রাইডার্স। ২২ বার ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয়েছে কলকাতাকেই।

মুম্বাই ইন্ডিয়ান্স : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, সুরবাহ তিয়ারি, অ্যাডাম মিলনে, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জাসপ্রিত বুমরাহ।

কলকাতা নাইট রাইডার্স : শুবমান গিল, ভেঙ্কাটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, লকি ফার্গুসন, প্রসিধ কৃষ্ণ ও বরুণ চক্রবর্তী।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, ৬৮.৪৫ শতাংশ পাস
নদী ভাঙনে ধসে পড়ল ফেনীর সোনাগাজীর ৩ সড়ক
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা