কুমিল্লায় দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২১, ১৫:৩১| আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৬:২৮
অ- অ+

কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নে নির্বাচন আগামী ১১ নভেম্বর। এই নির্বাচনকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা কড়িকান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউসুফপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

এসময় বর্তমান মেম্বার রাসেলের সমর্থকদের মধ্যে আলাউদ্দিন (৩৪) ও ওমর ফারুককে (৩৬) স্থানীরা তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়।

বর্তমান মেম্বার রাসেল বলেন, ‘আমার সমর্থক আলাউদ্দীন ও ওমর ফারুক অসুস্থ ফারুকের বাবাকে দেখতে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে দা, কুড়াল, চাপাডি, চাইনিজ কুড়াল নিয়ে ওঁৎ পেতে থাকা হান্নান মন্ডলের সমর্থকেরা হান্নানের উপস্থিতিতে তারই নির্দেশে আমার সমর্থকদের উপর অতর্কিত হামলা করে। তাদেরকে এলোপাথাড়ি কুপিয়ে যখম ও রক্তাক্ত করে মাটিতে ফেলে রাখে। এ সময় তাদের রক্ষা করতে গিয়ে আমিসহ বাকি সমর্থরা আহত হই।

অন্যদিকে হান্নান মন্ডল জানান, উঠান বৈঠকে যাওয়ার পথে ইউপি সদস্য প্রার্থী রাসেলের (বর্তমান ইউপি সদস্য) সমর্থকরা আমার সমর্থকেদের উপর হামলা করে। এই ঘটনায় আমরা নিজেদের রক্ষা করতে গেলে হতাহতের ঘটনা ঘটে। এতে আমার লোকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আহতদের মধ্যে রয়েছেন আলাউদ্দিনের মা রোজিয়া খাতুন (৭৮), জুয়েল (৩০), জিলানী (১৯), সাগর(৩৩ ) ও উজ্জ্বল (৩০)। অন্য পক্ষের একই গ্রামের মিজানুর রহমান (৫৪), আলমাছ (৫৫) ও রেখা বিবি (৬০)।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ‘পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় উভয় পক্ষ অভিযোগ করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে যারা নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে তাদের ছাড় দেয়া হবে না।’

(ঢাকাটাইমস/৬অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গাবালীতে নিম্নচাপের প্রভাবে প্লাবিত নিম্নাঞ্চল, তলিয়ে গেছে মাছের ঘের
নিখোঁজের ৭ দিন পর কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের পরিবারের পাশে খালেদা জিয়া ও তারেক রহমান
চট্টগ্রাম বন্দর নিয়ে প্রোপাগান্ডা যেন না হয়: উপদেষ্টা সাখাওয়াত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা