রবিবার পরীমনির হাজিরা, জামিন চাইবেন মাদক মামলায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২১, ১৮:২৩
অ- অ+

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় রবিবার আদালতে হাজিরা দেবেন চিত্রনায়িকা পরীমনি। একইসঙ্গে এদিন তার জামিনের আবেদনও করা হবে।

শনিবার বিকালে বিষয়টি ঢাকাটাইমসকে জানান পরীমনির আইনজীবী মো. মজিবুর রহমান।

গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পরীমনিকে তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দিয়েছেন। ৪ অক্টোবর তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেন। কিন্তু আদালতে শুনানির জন্য ১০ অক্টোবর দিন ধার্য্য থাকায় এই কদিন তার জামিন বহাল থাকে।

পরীমনির আইনজীবী মো. মজিবুর রহমান বলেন, রবিবার (১০ অক্টোবর) হাজিরার দিন নির্ধারণ করা আছে। সেই সঙ্গে আমরা পরীমনির জামিন আবেদনও করা হবে। কারণ গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পরীমনিকে তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দিয়েছেন। সেই প্রেক্ষিতে রবিবার পুনরায় তার জামিনের আবেদন করা হবে।

আদালত সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। অভিযুক্ত অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ জামিন দেন। গত ২২ আগস্ট কে এম ইমরুল কায়েশের আদালতেই পরীমনির জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী মজিবুর রহমান। তখন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। এতদিন পর শুনানির দিন ধার্য করায় পরীমনির আইনজীবীরা হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টের নির্দেশে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ জামিন শুনানির দিন এগিয়ে এনে ১৩ সেপ্টেম্বরের বদলে ৩১ আগস্ট ধার্য করেন। এদিন পরবর্তী শুনানির জন্য ১০ অক্টোবর দিন ধার্য্য করেন আদালত।

গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমনির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানানো হয়। পরদিন ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। এ মামলায় ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় পরীমনিকে।

ঢাকাটাইমস/০৯ অক্টোবর/এআইএম/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা