ভ্যান হারানোর শোকে ট্রেনে কেটে প্রাণ গেল বৃদ্ধের

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২১, ১৭:২৭
অ- অ+

কুষ্টিয়া কুমারখালীর আলাউদ্দিন নগর নামকস্থানে ট্রেনে কেটে মুন্না প্রামানিক (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে আলাউদ্দিন নগরের নিকটস্থ কালুর মোড়ে এ ঘটনা ঘটে। তিনি কুমারখালী উপজেলার কয়া মাঠপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে মুন্না একটি পাখিভ্যানে পেঁয়াজ বোঝাই করে বিক্রির উদ্দেশ্যে হাটে আসেন। এ সময় পেঁয়াজ নামিয়ে পাশেই ভ্যানটি রাখেন। কিছুক্ষণ পর পেছন ফিরে দেখেন তার ভ্যানটি সেখানে নেই। আশপাশে খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে কান্নায় ভেঙে পড়েন। হাটের লোকজন বুঝিয়ে-সুজিয়ে মুন্নাকে বাড়িতে পাঠিয়ে দেন।

চরম দুশ্চিন্তাগ্রস্ত মুন্না রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে কুষ্টিয়া থেকে রাজবাড়ী অভিমুখী যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ছিটকে ট্রেনের নীচেই পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

সংবাদ পেয়ে পোড়াদহ রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, উপজেলার কয়া গ্রামের মুন্না নামে এক ব্যক্তি ট্রেনে কেটে মৃত্যুর সংবাদ পেয়ে আমরা পোড়াদহ রেলপুলিশকে জানাই। পরে রেলপুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ওসি বলেন, প্রাথমিকভাবে জেনেছি লোকটি হাটে পেঁয়াজ বেচতে এসেছিলেন পাখি ভ্যানে করে। সেটিও বুধবার সকালে হারিয়েছে হাট থেকে। তবে এ বিষয়ে এখনও কেউ থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মধ্যরাতে হাতিরঝিলে ইতিহাস গড়া নারী ফুটবলারদের বর্ণাঢ্য সংবর্ধনা দিল বাফুফে
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা