আইপিএলে দল কিনতে চায় ম্যানইউ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০২১, ১৫:২২

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবার কাঁপাবে বাইশ গজের মাঠ! অবশ্য ফুটবল ছেড়ে ছুড়ে নয়, আসলে ইংলিশ ক্লাবটির মালিকগোষ্ঠী গ্লেজার্স পরিবার কিনতে চাইছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি দল।

আইপিএলে আগামী আসরে ১০টি দল খেলানোর চিন্তা করেছে ভারতের বোর্ড। বর্তমানে আট দলের সঙ্গে আরো দুটি নতুন দল যুক্ত হবে আসরটিতে। সেই দুই দলের মালিকানা খুঁজতেই টেন্ডার আহ্বান করেছে বিসিসিআই। আর বিসিসিআইয়ের তাতেই সাড়া দিয়েছে গ্লেজার্স পরিবার।

ইতোমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় ক্লাবের মার্কিন মালিকরা একটি বেসরকারি সংস্থার মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ‘ইনভিটেশন টু টেন্ডার’ গ্রহণ করেছে।

ভারতের ক্রিকেট বোর্ডের সূত্র সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে, টেন্ডারের কাগজ কেনা মানেই দল কিনছে ম্যানইউ, এমন না। তবে তারা আইপিএলে বিনিয়োগ করতে আগ্রহী।

সূত্রটি বলেছেন, ‘নিয়ম অনুযায়ী বিদেশী বিনিয়োগকারীরা যদি শর্তগুলো পূরণ করে তাহলেই তারা বিড জমা দেওয়ার ক্ষেত্রে যোগ্য। আমরা শতভাগ নিশ্চিতভাবে বলতে পারছি না যে, ম্যানচেস্টার ইউনাইটেড মালিকরা বিডিং টেবিলে আসবেন। তবে আমরা জেনেছি তারা আগ্রহ দেখিয়েছে।’

বিসিসিআই সূত্র বলেছেন, ‘আইপিএলে নতুন দল তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে আহমেদাবাদ। এই তালিকায় আছে লখনউ, গুয়াহাটি, কটক, ইন্দোর এবং ধর্মশালা। আহমেদাবাদের ১ লাখ ১০ হাজার দর্শক ধরে, এমন স্টেডিয়াম নতুন করে তৈরি করা হয়েছে। এবং ২০১০ সাল থেকেই তারা আইপিএলে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করছে। আর পরের বছর আইপিএলে নতুন একটি দল গঠনের জন্য তারাই এগিয়ে থাকবে।’

(ঢাকাটাইমস/২১অক্টোবর/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ভেজা চোখে চেলসি ছাড়ার ঘোষণা দিলেন থিয়াগো সিলভা

নারী আম্পায়ার বিতর্ক: মুখ খুললেন মুশফিক, রিয়াদ ও সেই নারী আম্পায়ার

ভারতকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি চূড়ান্ত, তিন ভেন্যুতে হবে ম্যাচ

সিরি আতে ইতিহাস: এই প্রথম এক ম্যাচের ৩ রেফারিই নারী

মোনাকোর হারে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি

১৯৯৯ বিশ্বকাপের মতো জার্সিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নিউজিল্যান্ড

যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না মুস্তাফিজ

জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজ-সাকিবের দলে না থাকা নিয়ে যা বললেন নির্বাচক

সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

এই বিভাগের সব খবর

শিরোনাম :