সন্তানের বিপদ, পানিতে নেমে কুমিরকে পিষে মারল মা হাতি!

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২১, ১৭:২২
অ- অ+

সন্তানের জন্য মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। প্রয়োজনে নিজের জীবনের পরোয়া না করেই লড়াইয়ে নামেন মা। মানুষ কিংবা প্রাণী প্রজাতি, সবখানেই এমনটা দেখা যায়।

সম্প্রতি আফ্রিকার জাম্বিয়ার একটি জঙ্গলে দেখা গেছে এমন ঘটনার উদাহরণ। সন্তানের বিপদ আঁচ করতে পেরে পানিতে কুমিরের সঙ্গে লড়াই করতে দেখা গেছে একটি মা হাতিকে। জলের দানবের সঙ্গে লড়াইয়ে নামতে এতটুকু পরোনা করেনি মা হাতিটি। উপর্যুপরি পায়ের আঘাতে কুমিরটি অবশেষে হাল ছেড়ে দেয়। এক পর্যায়ে কুমিরটি মারা যায়।

এক মিনিট ৪০ সেকেন্ডের লড়াইয়ের এই ভিডিওটি পোস্ট করেছে আফ্রিকার জঙ্গলের বন্যপ্রাণীদের ভিডিও নিয়মিত ইউটিউবে আপ করা একটি চ্যানেল।

ভিডিওটিতে দেখা যায় র্শুঁড়ে কুমিরটির লেজ ধরে জলের মধ্যে আছড়ে ফেলছে হাতিটি। তার পর কুমিরের শরীরের ওপর দু’পা তুলে দাঁড়িয়ে পিষে দিচ্ছে তাকে। হাতির সঙ্গে লড়াই করতে করতে একটা সময়ে নিস্তেজ হয়ে পড়ে কুমিরটিকে। পরে কুমিরটি মারা যায়।

এই ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকে ১১ লাখ বারের বেশি দেখা হয়েছে।

ভিডিওর বিবরণে ঘটনাটি সবিস্তারে জানিয়েছে ইউটিউব চ্যানেলটি। লিখেছে, ‘হাতি স্বভাবে শান্ত। কিন্তু সন্তানের নিরাপত্তার প্রশ্নে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে। কুমিরটি হস্তিশাবকটির জন্য ওত পেতেছিল। মা হাতি বুঝতে পেরে তৎক্ষণাৎ কুমিরটিকে আক্রমণ করে।

ইউটিউব চ্যানেলটি জানিয়েছে, তাদের হাতে এ ধরনের ভিডিও আগে কখনও এসে পৌঁছয়নি। বিরল মুহূর্তটি ক্যামেরায় বন্দি করেছেন হ্যানস হেনরিক হার নামের এক আলোকচিত্রী। চ্যানেলটি জানিয়েছে, ভিডিওর হাতিটির দাঁত নেই। তবে কুমিরকে আক্রমণের জন্য তার ওজনই যথেষ্ট ছিল। বিপুল ওজনের ভার সহ্য করতে পারেনি কুমিরটি।

ঢাকাটাইমস/২২অক্টোবর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, জরিমানা ২ লাখ
পুলিশের এসপি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি, ১০ জন পেলেন অতিরিক্ত ডিআইজির দায়িত্ব
ট্রাম্পের নতুন আইন, অন্য দেশে রেমিট্যান্স পাঠাতে লাগবে পাঁচ শতাংশ কর
সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা