গাড়িতে উঠলেই শিশুর বমি আসে? জেনে নিন টোটকা

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২১, ১০:০৩
অ- অ+

অনেক শিশুই ভ্রমণে বমি করে ক্লান্ত হয়ে যায়। এজন্য অনেকেই শিশুকে ওষুধ খাওয়ান কিংবা গাড়ি উঠলেই ঘুম পাড়িয়ে রাখেন। জেনে নিন গাড়িতে উঠলে বমি বমি ভাব থেকে শিশুকে কীভাবে সুরক্ষিত রাখবেন।

শিশুর বমি ভাব কমাতে পিঁয়াজের রস দারুণ কাজ করে। সম পরিমাণে পেঁয়াজ এবং আদার রস মিশিয়ে বাচ্চাকে মাঝে মাঝে খাওয়ান।

শিশুর গা গোলানো কমাতে এক টুকরো আদা ঘষে রস বের করে নিন, তার সঙ্গে কয়েক ফোঁটা মধু দিয়ে খাওয়ান বাচ্চাকে

মৌরি ভেজানো পানি পেট ঠাণ্ডা করে। বমিভাবেরও উপশম করে।

বাসে বা গাড়িতে ওঠার আগে শিশুর মুখে লবঙ্গ দিয়ে দিন। জিভের তলায় রাখতে বলুন।

ছোট এলাচ চিবিয়ে খাওয়ানো যেতে পারে।

এক কাপ চালের ভাত তৈরি করে, তার ফ্যানটিও লবণ দিতে খেতে পারেন। যদি পেটের সমস্যার কারণে বমিভাব হয়ে থাকে, তাহলে এই টোটকা ভাল কাজ করে।

অল্প দারুচিনি গুঁড়া পানিতে ফুটিয়ে চা বানিয়ে চুমুক দিতে পারেন আপনার বমি ভাব থাকলে, বাচ্চাকেও খাওয়াতে পারেন।

পুদিনার রসের সঙ্গে ১ চামচ লেবুর রস, মধু মিশিয়ে বাচ্চাকে খেতে বলুন বাসে ওঠার আগে

আদা ও মধুর মিশ্রণ খেতে পারেন বমি ভাব কমাতে।

এক চা চামচ জিরা শুকনো খোলায় ভেজে নিন। তারপর গুঁড়া করে নিন। জিরে গুঁড়ো গরম পানিতে মিশিয়ে বাচ্চাকে চুমুক দিতে বলুন। বমি বমি ভাব কেটে যাবে।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপিকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করতে একটি মহল মিশন নিয়ে নেমেছে: জামাল কামাল মোল্লা
সর্ষের তেলে রান্না করলে কি হার্টের ঝুঁকি বাড়ে?—বিশেষজ্ঞরা বলছেন যা
জামায়াতের সমাবেশে নেতাকর্মী পরিবহনে তিন জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে
সাপাহারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা