নাঙ্গলকোটে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২১, ১২:১৮| আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৩:১৫
অ- অ+

কুমিল্লার নাঙ্গলকোট থেকে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ঢালুয়া ইউনিয়নের চান্দলা গ্রামে বৃদ্ধার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম জবা বেগম (৭৫)। তিনি উপজেলার ঢালুয়া ইউনিয়নের চান্দলা গ্রামের মৃত আবদুর রশিদ মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, জবা বেগমের পাঁচ ছেলে ও তিন মেয়ে। চার ছেলে দেশের বাইরে থাকেন ও এক ছেলে চট্টগ্রামে পরিবার নিয়ে থাকেন। তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। জবা বেগম বাড়িতে একাই থাকতেন।

মঙ্গলবার রাতে অজ্ঞাত কেউ তার ঘরে ঢুকে তাকে গলা কেটে হত্যা করেন। সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ চুরি করার উদ্দেশ্যে ঘরে ঢুকেছিলো। সে-ই জবা বেগমকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করতে পারে। তার গলায় একাধিক আঘাতের চিহ্ন আছে। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের কম্পোনেন্ট করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু করছে নভোএয়ার
স্বাধীনতার পতাকা নিয়ে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা