আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২১, ১৫:৪৭

নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম আশিক ইসলাম।

গতকাল মঙ্গলবার রাতে দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে এটিইউ পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আশিক স্থানীয় একটি কলেজে ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। সে আশিক মুফতি জসিম উদ্দিন রাহমানির অনুসারী।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এটিইউ-এর একটি দল দিনাজপুরে অভিযান চালিয়ে আনসার আল ইসলামের সক্রিয় সদস্যকে আশিককে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুইটি সিমকার্ড জব্দ করা হয়। জব্দ করা মোবাইলে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত ফেসবুক আইডি লগ ইন অবস্থায় পাওয়া যায়।

এটিইউ আরও জানায়, দেশে কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে আশিক ফেসবুক পেজ ও আইডিতে উগ্র মতাদর্শের পোস্টে লাইক, কমেন্টস ও শেয়ার করত। এছাড়া অন্যান্য সহযোগীদের সঙ্গে যোগাযোগ করতে বিভিন্ন এনক্রিপটেড অ্যাপস ব্যবহার করছিল। গ্রেপ্তার আশিক ও তার সহযোগীরা সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার, জনমনে ত্রাস-আতঙ্ক সৃষ্টি, দেশে অস্থিরতা তৈরি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির

অবনতি এবং নাশকতার পরিকল্পনা-প্রশিক্ষণের পাশাপাশি অনলাইনে উগ্রবাদী প্রচার-প্রচারণা চালাচ্ছিল। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।

ঢাকাটাইমস/২৪নভেম্বর/এসএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :