বিশ্বে করোনা সংক্রমণ ২৬ কোটি ছাড়াল

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২১, ০৯:৩২| আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ০৯:৫৫
অ- অ+
ফাইল ছবি

দেড় বছরের বেশি সময় ধরে মহামারি করোনাভাইরাসের প্রকোপ চলছে বিশ্বজুড়ে। ইতিমধ্যে এই ভাইরাসটির সংক্রমণ হয়েছে ২৬ কোটির বেশি মানুষের শরীরে। আর এতে প্রাণহানির সংখ্যাও ৫২ লাখের ঘর ছুঁইছুঁই।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের শুক্রবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও সংক্রমণের মাত্রা কিছুটা কমেছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় হাজার ৫২৩ জন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৯৮ হাজার ৪৩৭ জনে।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৪৯ হাজার ১৪ জন। মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ কোটি দুই লাখ ৪৮ হাজার ৮১ জনে।

গত এক দিনে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ১৩২ জন এবং মারা গেছেন ৩১৫ জন।

গত এক দিনে প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। এই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২৩৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৭৯৬ জন।

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭২৩ জন এবং মারা গেছেন ২৭৫ জন। যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ২৪০ জন এবং মারা গেছেন ১৪৭ জন। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ১৯১ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। কোনো কোনো দেশে প্রকোপ কমে এলেও অনেক দেশে এখনও ভয়ংকর আকারেই থাবা বিস্তার করে রেখে প্রাণঘাতী এই ভাইরাসটি।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা