নৌকা প্রার্থীর ভোট শূন্য!

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২১, ১১:৫৭

কুষ্টিয়ার দৌলতপুরে নৌকা খ্যাত ইউনিয়ন চিলমারীর চরের একটি ভোট কেন্দ্রে নৌকা প্রতীকে কোনো ভোট পড়েনি। আবার একই ইউনিয়নের নয়টি কেন্দ্রে জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. জহুরুল ইসলাম মাত্র দুটি ভোট পেয়েছেন। তার নিজ পরিবারের সদস্যদের ভোটও তিনি পাননি বলেও অভিযোগ করেছেন।

এদিকে মো. নুরুজ্জামান নামে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীও মাত্র চারটি ভোট পেয়েছেন। নৌকা পাগল খ্যাত এ ইউনিয়নে নৌকার পরাজয় হয়েছে। বিজয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী আব্দুল মান্নান।

শুক্রবার সন্ধ্যায় দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আজম এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দৌলতপুরের চিলমারী ইউনিয়নের জোতাশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকে কোনো ভোট পড়েনি। অথচ ওই কেন্দ্রের ভোটারদের মধ্যে শতকরা ৯৫ ভাগ ভোটারই আওয়ামী লীগ সমর্থক। নৌকা প্রতীকে একটিও ভোট না পড়ায় এ নিয়ে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতারা।

এদিকে জোতাশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার এক হাজার ৫৪৬ জন। এ কেন্দ্রে মোট ভোট দিয়েছেন এক হাজার ৪৪৬ জন, যা শতকরা ৯৪ ভাগ। এক হাজার ৪৪৬টি ভোটের মধ্যে এক হাজার ৪২৭ ভোট পেয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী প্রকৌশলী আব্দুল মান্নান। বাকি ১৯টি ভোট বাতিল হয়েছে। নৌকা প্রতীকের মতো এ কেন্দ্রে লাঙ্গল প্রতীক ও আনারস প্রতীকও ভোটশূন্য ছিল। প্রাপ্ত ভোটের ফলাফল বিবেচনায় ভোটারদের দাবি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়নি।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আজম বরাবর অভিযোগ দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ আহমেদ।

জোতাশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটশূন্য হওয়ার বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ আহমেদ জানান, ওই কেন্দ্রসহ আরও বেশ কয়েকটি কেন্দ্র থেকে নৌকার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। মোটরসাইকেল প্রতীকের লোকজন ভোট কারচুপি করেছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ দেওয়া হয়েছে।

চিলামারী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে সৈয়দ আহমেদ, মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী আব্দুল মান্নান, জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীক নিয়ে মো. জহুরুল ইসলাম এবং আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. নুরুজ্জামান দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দৌলতপুরে ইউপি নির্বাচনে ১৪টি ইউনিয়নের মধ্যে চারটিতে নৌকা নয়টিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং একটিতে বিএনপি সমর্থিত প্রার্থী জয়লাভ করেন।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :