বার্থডে স্পেশাল

‘ইতিহাস’ দিয়ে ইতিহাস গড়েছিলেন মারুফ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২১, ১২:১৩
অ- অ+

ঢাকাই চলচ্চিত্রের একজন ভিন্ন ধারার নায়ক কাজী মারুফ। অ্যাকশন হিরোদের মধ্যেও তিনি অন্যতম। খুব অল্প সময়েই বাংলাদেশি চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা কাজী হায়াতের একমাত্র ছেলে এই কাজী মারুফ। আজ তার জন্মদিন। ১৯৮৩ সালের ৪ ডিসেম্বর তার জন্ম হয়েছিল গোপালগঞ্জে। বাবার কাজের সুবাদে বেড়ে ওঠেন ঢাকায়।

ছোটবেলায় পড়াশোনায় দুর্দান্ত ছিলেন কাজী মারুফ। যার কারণে বাবা কাজী হায়াৎ তাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করান। তিনি রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে ‘ও লেভেল’ এবং মাস্টার মাইন্ড স্কুল থেকে ‘এ লেভেল’ শেষ করেন। পরবর্তীতে লন্ডন স্কুল অব কমার্স থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতক ডিগ্রি লাভ করেন।

কাজী মারুফ চলচ্চিত্রে এসেছিলেন বাবা কাজী হায়াতের হাত ধরে। ২০০২ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত প্রথম ছবি ‘ইতিহাস’। এই ছবির জন্য তিনি শুটিং শুরু করেছিলেন ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি থেকে। একই দিনে তার বিশ্ববিদ্যালয় জীবনও শুরু হয়। ওই দিন সকালে বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন শেষে বিকেল ৫টায় এফডিসিতে ‘ইতিহাস’ ছবির মহরতে অংশ নেন তিনি।

কাজী মারুফ তার প্রখ্যাত চলচ্চিত্রকার বাবা কাজী হায়াতের মতো নিজেকে তেমন মেলে ধরতে পারেননি। কিন্তু অভিনয় জীবনের শুরুতেই যে কীর্তি তিনি গড়েছিলেন, সেটা বাংলা চলচ্চিত্রের অন্য কোনো নায়কেরই নেই। এই রেকর্ডটি শুধু তারই। অভিষেক ছবি ‘ইতিহাস’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ জিতেছিলেন। ‘ইতিহাস’ দিয়েই ইতিহাস রচনা করেছিলেন এই অ্যাকশন হিরো।

‘ইতিহাস’সহ বাবা কাজী হায়াতের পরিচালনায় কাজী মারুফ মোট ছয়টি ছবিতে অভিনয় করেছেন। বাকি পাঁচটি হচ্ছে- ‘অন্ধকার’, ‘ক্যাপ্টেন মারুফ’, ‘মানিক রতন দুই ভাই’, ‘ইভ টিজিং’ ও ‘সর্বনাশা ইয়াবা’।

এছাড়া অন্য পরিচালকদের পরিচালনায় ‘রাস্তার ছেলে’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘দারোয়ানের ছেলে’, ‘রাজা সূর্য খাঁ’ ও ‘দেহরক্ষী’ ছবিগুলোতে তিনি অভিনয় করেছেন। যদিও সবকিছু ছেড়ে কয়েক বছর ধরে আমেরিকাপ্রবাসী কাজী মারুফ।

ঢাকাটাইমস/০৪ ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা