দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২১, ১১:২৯| আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২:০৮
অ- অ+

মিরপুরে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ফলোঅনে পড়ার পর ব্যাট করতে নেমে রীতিমতো কাঁপছে টাইগার ব্যাটসম্যানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩৫ রান।

ফলোঅনে পড়ার পর আবারও ব্যাট করতে নামে বাংলাদেশ। এ সময় ম্যাচ ড্র করা ছাড়া কিছুই করার নেই টাইগারদের। কিন্তু সেই কাজটাও ততটা সহজ না। কেননা ম্যাচ ড্র করতে হলে দিনের শেষ পর্যন্তই খেলতে হবে মুমিনুলদের।

কিন্তু পুরো খেলা তো দূরের কথা হাসান-শাহিনের বোলিং তোপে ২৫ রান তুলতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। ৬ রানে জয়, ২ রানে সাদমান, ৬ রানে শান্ত এবং ৭ রানে আউট হন মুমিনুল। এখন ২ রানে মুশফিক এবং ৮ রানে লিটন অপরাজিত রয়েছেন।

দিনের শুরুতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম। তবে ব্যাট হাতে বেশিক্ষণ খেলতে পারেনি বাংলাদেশ। মাত্র ৬ ওভারে ১১ রান তুলে শেষ তিনটি উইকেট হারায় বাংলাদেশ। শূন্যরানেই ফেরেন তাইজুল এবং খালেদ। আর ফলোঅন এড়ানোর ক্ষুদ্র প্রয়াস চালানোর পর ব্যক্তিগত ৩৩ রানে ফেরেন সাকিব আল হাসান। আর শূন্যরানে অপরাজিত থাকেন এবাদত হোসেন।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
ভানভীরের ফাইফারে শ্বাসরুদ্ধকর জয় পেল টাইগাররা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা