‘প্রতারক’ সুকেশ ও জ্যাকলিনের প্রেমকাহিনি এবার পর্দায়

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২১, ০৯:৫২
অ- অ+

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলার মূল অভিযুক্ত ভারতীয় প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউডের শ্রীলংকান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজের প্রেমকাহিনি এখন অন্যতম চর্চিত বিষয়। শুধুমাত্র সাধারণ মানুষ বা নেটিজেন নন, তাদের প্রেমকাহিনি জানতে আগ্রহী চলচ্চিত্র নির্মাতারাও।

বলিউড হাঙ্গামা সূত্রে খবর, জ্যাকলিনের সঙ্গে ‘প্রতারক’ সুকেশের প্রেমকাহিনি নিয়ে ইতোমধ্যে চিত্রনাট্য লিখতে শুরু করেছে একটি অনলাইন প্ল্যাটফর্ম। সেই চিত্রনাট্য নিয়ে তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ অথবা সিনেমা।

বাস্তব জীবনের কাহিনি নিয়ে ভারতে ইতোমধ্যে তৈরি হয়েছে বেশ কয়েকটি ওয়েব সিরিজ। এবার জ্যাকলিন ও সুকেশের প্রেমকাহিনিও তুলে ধরা হবে পর্দায়। ইতোমধ্যে বেশ কয়েকজন প্রযোজক ও পরিচালক তাদের ইচ্ছে প্রকাশ করেছেন। তবে এটি ওয়েব সিরিজ হবে না সিনেমা তা এখনও ঠিক হয়নি।

সাম্প্রতিক সময়ে এটাই সবচেয়ে বড় প্রতারণার মামলা। তবে সুকেশ চন্দ্রশেখর ও জ্যাকলিনের চরিত্রে কারা অভিনয় করবেন তা এখনও ঠিক না হলেও বেশ কয়েকটি নাম সামনে এসেছে।

প্রসঙ্গত, সুকেশ চন্দ্রশেখর নিজেও সিনেমা প্রযোজনা করার পরিকল্পনা করেছিলেন। জ্যাকলিনকে নায়িকা করে ভারতের প্রথম নারী সুপারহিরোর ছবি বানানোর কথা ছিল তার। ৫০০ কোটি টাকার প্রজেক্ট ছিল সেটি। জ্যাকলিন খুব বেশি সিনেমা করেন না, এ কথা জানতেন সুকেশ। তাই তাকে নারী সুপারহিরোর ছবির স্বপ্ন দেখিয়েছিলেন।

হলিউডের ভিএফএক্স ব্যবহার করা হবে বলেও জ্যাকলিনকে কথা দিয়েছিলেন সুকেশ। নায়িকাকে কোটি কোটি টাকার উপহার দিয়ে এবং তাকে সিনেমার স্বপ্ন দেখিয়ে তার সঙ্গে প্রতারণা করেছেন সুকেশ। সম্প্রতি আর্থিক প্রতারণা মামলায় ইডির জেরায় এসব কথা জ্যাকলিনই ফাঁস করেন।

ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মার্কিন পণ্যে শুল্কছাড় নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ভারত
৪৬ কোটি টাকার উদ্ধারকৃত মাদক ধ্বংস করল কোস্টগার্ড
পাবনায় গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
কক্সবাজারে উড্ডয়নের সময় চাকা খুলে পড়া বিমানটি নিরাপদে অবতরণ করল শাহজালালে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা